লালকমল ভৌমিক, মহম্মদ রফিক, লালমপুইয়া, জেরি জিরোসাঙ্গা নামের তালিকা আরও দীর্ঘ হতে পারে। বাংলার ফুটবলে সাপ্লাই লাইন বলতে যদি কিছু থাকে তা বাঁচিয়ে রেখেছেন নবাব ভট্টাচার্য। তাঁর দুই দল ইউনাইটেড স্পোর্টস ও পাঠচক্র কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলছে। সেখান থেকে উঠে আসছেন সাহিল হরিজন, অর্ণব দাসরা। আজ মুখোমুখি নবাব ভট্টাচার্য।
Nabab Bhattacharya on next Sunil chhetri