Advertisement
খেলা

PHOTOS: নয়া লুকে মাহি! অবসর জীবনে পরিবারের সঙ্গে ভ্রমণে Dhoni

  • 1/7

চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) -২০২১ এর দ্বিতীয় অংশ শুরুর আগেই নতুন অবতারে দেখা গেছে। ধোনির এই নতুন অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ইতিমধ্যেই।

  • 2/7

ধোনি, যিনি সাধারণত ক্লিন শেভে বা হালকা দাড়িতে থাকেন, এই দিনগুলিতে তাঁকে গোঁফ দেখা যায়। ভক্তরা ধোনির এই নতুন চেহারাটিকে খুব পছন্দ করছেন। ইতিমধ্যেই এই ধোনির লুক ভাইরাল হয়ে গিয়েছে। বিভিন্ন সময়ে এখন ধোনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

  • 3/7


মুম্বই বিমানবন্দর থেকে ধোনির সর্বশেষ ছবি এসেছে। গায়ক রাহুল বৈদ্যের বিয়েতে যোগ দিতে তিনি মুম্বই পৌঁছেছিলেন এমনটাই খবর। ছবিগুলিতে ধোনি প্লেইন টি-শার্ট একটি ট্রাউসার প্যান্ট পরেছেন। এই সাধারণ লুকেই মাহিকে দারুণ লাগছে বলে জানিয়েছেন ভক্তরা।

Advertisement
  • 4/7

৪০ বছর বয়সী ধোনিকে এই ছবিগুলিতে নতুন চেহারাতে দেখা যাবে। আগের থেকে অনেকটাই ঝড়ে গিয়েছেন ধোনি। ফিট মনে হচ্ছে তাঁকে। তাঁর দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে যেন তিনি আইপিএল ২০২১-এর দ্বিতীয় অংশের জন্য নিজের ওজন কমিয়ে দিয়েছেন।

  • 5/7

আইপিএল -১৪ -র প্রথম ভাগে ধোনির দল সিএসকে দুর্দান্ত খেলা দেখিয়েছিল। তিনি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ধোনি এবং তার দল আইপিএল -১৪ -র দ্বিতীয়ার্ধে তাদের শক্তিশালী ফর্মটি চালিয়ে যাওয়ার এবং আইপিএল ট্রফিটি ধরে রাখার চেষ্টা করবে।

  • 6/7

আইপিএল -২০২১-র দ্বিতীয় অংশটি সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে। প্রথমার্ধে ২৯ টি ম্যাচ এবং দ্বিতীয়ার্ধে ৩১ টি ম্যাচ খেলা হবে। কোভিড -১৯ মহামারীর কারণে আইপিএল -২০২১ স্থগিত করা হয়েছিল ৪ মে।

 

 

  • 7/7

ইতিমধ্যেই বেশ কিছু ছবি দেখা গিয়েছে ধোনির। যেখানে তিনি ছুটি কাটাতে দেখা গিয়েছে। পরিবারের সঙ্গে পাহাড়েও ছুটি কাটাতে গিয়েছিলেন মাহি।

Advertisement