ইতিমধ্যেই টোকিওতে পৌঁছে গিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। এই বছর অলিম্পিকে মোট ১১৯ জনের মতো খেলোয়াড় অংশগ্রহণ করছে টোকিও অলিম্পিকে। আর সেই জন্য ইতিমধ্যেই টোকিওতে পৌঁছে যাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা।
ভারতীয় অ্যাথলিটরা টোকিওর উদ্দেশ্যে।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নরিন্দর বাত্রা টোকিওতে শুটারের আগমন নিশ্চিত করেছেন। অ্যাথলিটদের বেশিরভাগই শনিবার রাতে চার্টার্ড ফ্লাইটে জাতীয় রাজধানী থেকে টোকিও রওনা দেবেন। আবার কেউ কেউ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন।
ভারতীয় শুটিং টিম।
সাঁইখম মীরাবাই চানু ভারতের অন্যতম সেরা ওয়েটলিফ্টার। তিনি ভারত্তোলনে দারুণ ফল করেছেন ভারতের হয়ে। এবার অলিম্পিকে এই তিনি ভারত্তোলনে পদক আনবেন বলে আশাবাদী অনেকেই।
মীরাবাই চানু।
শনিবার ভারতের ১৫ সদস্যের শ্যুটিং দলটি অলিম্পিকের আগে ২৩ শে জুলাই শুরু হওয়া সমর্থন কর্মীদের সাথে গেমস ভিলেজে পৌঁছে গিয়েছে। ভারতীয় দল প্রশিক্ষণের জন্য এবং প্রতিযোগিতার জন্য মে মাসের প্রথম দিকে ক্রোয়েশিয়ায় ছিল তারপর নিজেদের প্রস্তুতি সেরে টোকিওতে রওনা হয়েছিল।
ভারতীয় শুটাররা টোকিওতে।
শনিবার টোকিও অলিম্পিকের ক্রীড়াবিদদের গেমস ভিলেজে একজন ব্যক্তি কোভিড -১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন, পরের সপ্তাহে শুরু হওয়া গেমসে সংক্রমণ সম্পর্কে উদ্বেগ আরও বাড়িয়েছে বলে আয়োজকরা শনিবার জানিয়েছেন।
গেমস ভিলেজে মীরাবাই চানু।
ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সাঁইখম মীরাবাই চানু। তিনি এই মুহূর্তে গেমস ভিলেজে ঢুকে পড়েছেন। তিনি নিজের প্রস্তুতি শেষ করে ইতিমধ্যেই তিনি টোকিওর গেমস ভিলেজে পৌঁছে গিয়েছেন।
মীরাবাই চানু।
অলিম্পিক এবং প্যারালিম্পিকের মধ্যে ১৫,৪০০ অ্যাথলিট এবং কয়েক হাজার মানুষ জাপানে প্রবেশ করছেন, যার মধ্যে মিডিয়া, ব্রডকাস্টার, কর্মকর্তা, এবং বিচারকরা রয়েছেন। প্রায় পৌঁছে গিয়েছেন বিভিন্ন দেশের সব অ্যাথলিটরাও ফলে ভারতও একে একে নিজেদের প্রস্তুতি শেষ করে পৌঁছে যাচ্ছেন। শনিবার রাতেও চ্যাটার্ড ফ্লাইট করে দেশের রাজধানী থেকে কিছু অ্যাথলিট উড়ে যাবেন টোকিও উদ্দেশ্যে।
ভারতীয় বক্সিং দল
তবে সব উদ্বেগের মধ্যেও এবারের অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে টোকিওতে। ফলে কোভিড নিয়ে বেশ চিন্তা থাকলেও, গেমস ভিলেজে তৈরি করা হয়েছে বায়ো বাবল। আর সেভাবেই উড়ে যাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা।
ভারতীয় টেবিল টেনিস দল।
সব ছবির সৌজন্য- টুইটার