scorecardresearch
 
Advertisement
খেলা

টানা ৮ বছর ট্রফি না জিতেও কীভাবে অধিনায়ক থাকতে পারেন বিরাট, প্রশ্ন গম্ভীরের

বিরাট কোহলি
  • 1/9

আগামী আইপিএল টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ়ি নিজেদের কোমর শক্ত করে বাঁধতে শুরু করে দিয়েছে। কিছু ক্রিকেটারকে তারা ধরে রেখেছে, কয়েকজনকে আবার ছেড়েও দিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আইপিএল ২০২১-র আয়োজন আগামী এপ্রিল মাসে ভারতে করা হবে।

বিরাট কোহলি
  • 2/9

এরইমধ্যে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক বিরাট কোহলিকে একহাত নিলেন গম্ভীর। ক্রিকেট কানেকটেড নামে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এসে গম্ভীর বললেন, "বিগত আট বছরে একটাও ট্রফি জিততে পারেনি। এটা যথেষ্ট দীর্ঘ একটা সময়। আমাকে এমন আরও একজন অধিনায়কের উদাহরণ আপনারা দিন। অধিনায়ক ছেড়ে দিন, এমন কোনও ক্রিকেটারের কথা বলুন যে গত আট বছরে একবারও ট্রফি জেতেনি।"

বিরাট কোহলি
  • 3/9

গম্ভীর আরও বলেন, "এই ব্যর্থতার জবাবদিহি অধিনায়ককেই দিতে হবে। আমি কোহলির বিরুদ্ধে কোনও কথা বলতে চাই না। কিন্তু, কোহলির নিজেই একথা বলা উচিত যে এই ব্যর্থতার জন্য আমিই দায়ী।"
 

Advertisement
বিরাট কোহলি
  • 4/9

আগামী মাসে ২০২১ আইপিএলের নিলাম আয়োজন করা হয়েছে। এর আগে প্রতিটা দলই নিজেদের সামর্থ্য অনুসারে ক্রিকেটারদের ধরে রেখেছেন কিংবা ছেড়ে দিয়েছেন। যাতে আরও বেশি টাকা নিয়ে নিলাম প্রক্রিয়ায় নামা যেতে পারে।

বিরাট কোহলি
  • 5/9

সম্প্রতি বিরাট কোহলি নেতৃত্বাধীন দল ১০জন খেলোয়াড়কে একসঙ্গে ছেড়ে দিয়েছে। এই তালিকায় নাম রয়েছে ক্রিস মরিস, মইন আলি, ইসরু উদানা, ডেল স্টেইন, শিবম দুবে, উমেশ যাদব, পবন নেগি, অ্যারন ফিঞ্চ, গুরকিরত সিং মান এবং পার্থিব প্যাটেলের। 

বিরাট কোহলি
  • 6/9

একসঙ্গে এতজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার কারণে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর সমালোচনা করলেন।

বিরাট কোহলি
  • 7/9

স্টার স্পোর্টসের এই অনুষ্ঠানে গম্ভীর বলেন, "রয়্যাল চ্যালেঞ্জার্স দলের সবথেকে বড় সমস্যা হল এরা প্রতিবছরই নতুন করে দলটাকে ঢেলে সাজায়। এরফলে ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভোগে।"

Advertisement
বিরাট কোহলি
  • 8/9

গম্ভীর আরও যোগ করেন, "প্রশ্নটা শুধুমাত্র ১০জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া নিয়েই নয়। আরও একটা মরশুম রাখার পর খারাপ খেললে তখন না হয় ছেড়ে দিতেন। এদের আসল সমস্যাটা হল কোচ এবং মেন্টরের।"

বিরাট কোহলি
  • 9/9

অলরাউন্ডার ক্রিস মরিসকে ছেড়ে দেওয়ার পরেই অবাক হয়ে যান গম্ভীর। তিনি বললেন, "আপনি ক্রিস মরিসকে বের করে দিলেন। একটা সময় আপনিই তো এই মরিসের উপরে সবথেকে বেশি বিশ্বাস করতেন। যদি দেখা যায় ২০২০ সালে আইপিএল মরশুমে খুব একটা খারাপ পারফরম্যান্স করেননি মরিস। যথেষ্ট ভালো বোলিংও করেছিলেন। এই একই কথা উমেশ যাদবের ক্ষেত্রেও প্রযোজ্য।"

Advertisement