পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজ়ম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) একদিনের ক্রমতালিকায় ১ নম্বরে পৌঁছেছেন। তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির রাজত্বের অবসান ঘটিয়েছেন। যদিও একদিনের বিশ্ব ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যানের জায়গাটা দখল করেছেন বাবর আজ়ম, কিন্তু পাকিস্তানেরই প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার তাঁর ব্যাটিংয়ে একেবারেই খুশি নন।
বাবর আজ়মের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলে শোয়েব আখতার তাঁকে বিরাট কোহলি এবং ক্রিস গেইলের মতো ক্রিকেটারদের থেকে ব্যাটিংটা শিখতে বলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০'তে পাকিস্তানের পরাজয়ের পর ক্রোধে ফেটে পড়েন শোয়েব আখতার।
বাবরের স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলে শোয়েব আখতার বললেন যে টি-২০ ফরম্যাটে ওনাকে নিজের স্ট্রাইক রেটের ওপর আরও বেশি করে নজর দিতে হবে। একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে শোয়েব এই কথা বলেন।
পাকিস্তানের এই প্রাক্তন বোলার বললেন, "আমাদের দলের ব্যাটসম্যানদের এটা ভাবা দরকার যে ওনাদের স্ট্রাইক রেট কি টি-২০ ক্রিকেটের জন্য সঠিক। যদি আপনি ক্রিস গেইল, বিরাট কোহলিদের পঞ্চাশটা ডেলিভারি করেন তাহলে ওনাকা কী করবেন, আর বাবর আজ়ম কী করল। বাবর একজন যথেষ্ট ভালো ক্রিকেটার। কিন্তু, ৫০ বলে ৫০ রান করা তো আর উচিত নয়। যদি উইকেট পড়তে থাকে, তাহলেও আপনাকে চাপ নেওয়া উচিৎ নয়।"
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ় আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাবর আজ়মের দল। আগামীকাল সিরিজ়ের চতুর্থ ম্য়াচ আয়োজন করা হবে।
তৃতীয় টি-২০ ম্যাচের আগেই একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানের সিংহাসন দখল করেন বাবর আজ়ম। তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলে দেন। একদিনের ক্রিকেটে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে ওঠার পরিসংখ্যানে চতুর্থ স্থানে রয়েছেন বাবর আজ়ম। তাঁর আগে জাহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ এবং মমহম্মদ ইউসুফ এই কৃতিত্ব অর্জন করেছেন।