Advertisement
খেলা

ধোনির প্রথম সেঞ্চুরি : সেদিন লম্বা চুলওয়ালা ছেলেটা উড়িয়ে দিয়েছিল পাকিস্তানের ঘুম!

  • 1/7

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে আজকের দিনটার গুরুত্ব একেবারে আলাদা। ১৬ বছর আগে আজকের দিনেই অর্থাৎ ২০০৫ সালের ৫ এপ্রিল একদিনের ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন ধোনি। পাকিস্তানের বিরুদ্ধে ভারত ছ'ম্যাচের একদিনের সিরিজ় খেলতে নেমেছিল। সেই সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেই ধোনি এই রেকর্ড কায়েম করেছিলেন।

  • 2/7

বিশাখাপট্টনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ক্রিকেট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ভারতের শুরুটা খারাপ হয়েছিল। ২৬ রানেই প্রথম উইকেট পড়ে গিয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার সচিন তেন্দুলকর মাত্র ২ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

  • 3/7

এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে পাল্লা দিয়ে তিনি ভারতীয় ক্রিকেট দলের স্কোরবোর্ড সচল রাখেন। এই দুই ব্যাটসম্যান শতরানের পার্টনারশিপ গড়ে তোলেন। সেইসঙ্গে ভারতীয় শুরুর ধাক্কা সামলে নেয়। ৭৪ রান করে আউট হয়ে যান সেহওয়াগ।

Advertisement
  • 4/7

এই ম্যাচে ভারতের মিডল অর্ডার যখন টলমল করছিল, সেইসময় ধোনি একটা দিক ধরে রেখে ব্যাটিং করেন যান এবং পাকিস্তানের বোলারদের কচুকাটা করতে থাকেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা রাহুল দ্রাবিড়ের সঙ্গে তিনি ৫২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

  • 5/7

ধোনির আক্রমণাত্মক ব্যাটিং দেখে ততক্ষণে পাকিস্তানের বোলারদের রাতের ঘুম উড়ে গেছে। মাহি ওই ম্যাচে ১২৩ বলে ১৪৮ রানের একটা ধামাকাদার ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দেন। ধোনি তাঁর এই ইনিংসের ডালি ১৫টি বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি দিয়ে সাজিয়েছিলেন। এটা একদিনের ক্রিকেটে তাঁর প্রথম শতরান ছিল। ধোনির এই সেঞ্চুরির দৌলতেই ওই ম্যাচে ভারত ৯ উইকেটে ৩৫৬ রান তুলেছিল।

  • 6/7

এই ম্যাচে শাহিদ আফ্রিদি এবং মহম্মদ শামি বড় বেশিই রান দিয়ে ফেলেছিলেন। ৯ ওভারে আফ্রিদি দিয়েছিলেন মোট ৮২ রান। অন্যদিকে শামি ৯ ওভারে দিয়েছিলেন ৬৫ রান। ধোনির ব্যাটিংয়ের কারণেই তাঁরা বেশি রান দিয়ে ফেলেছিলেন।

  • 7/7

৩৫৭ রান তাড়া করতে নেমে ৪৪.১ ওভারের মধ্যেই পাকিস্তান ক্রিকেট দল ২৯৮ রানের মধ্যে অলআউট হয়ে যায়। আব্দুল রেজ্জাক (৮৮) পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি রান করেছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে আশীষ নেহরা চারটে এবং যুবরাজ সিং তিনটে উইকেট শিকার করেন। ১৪৮ রান করার জন্য মহেন্দ্র সিং ধোনিকেই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়।

Advertisement