Abhishek Banerjee : মোহনবাগানকে আই লিগ দেওয়া কিবুকেই কোচ করল অভিষেকের ক্লাব

কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলবে অভিষেকের দল। ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অভ্র মণ্ডল দলের গোলকিপিং কোচের দায়িত্ব সামলাবেন। স্পেন থেকে কিবু নিয়ে আসবেন ফিজিক্যাল ট্রেনারকে। ১৫ মে কিবুর কলকাতায় আসার কথা থাকলেও কিছুটা দেরী হল তাঁর।

Advertisement
মোহনবাগানকে আই লিগ দেওয়া কিবুকেই কোচ করল অভিষেকের ক্লাবকিবু ভিকুনা ও অভিষেক ব্যানার্জী
হাইলাইটস
  • অভিষেকের ক্লাবের কোচ কিবুই
  • মোহনবাগানকে আই লিগ দিয়েছেন কিবু

সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র কোচ হলেন মোহনবাগানকে আই লিগ ট্রফি এনে দেওয়া কোচ কিবু ভিকুনা। স্প্যানিশ এই কোচ দীর্ঘ দিন ধরেই ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন। মোহনবাগানের কোচ হওয়ার পাশাপাশি পরের মরশুমে কেরল ব্লাস্টার্সেও কোচিং করিয়েছেন। তবে সেখানে তিনি সফল হননি। কিবু এরপর চলে যান পোলান্ডে।  ডায়মন্ডহারবার এফসি কোচ কৃষ্ণেন্দু রায়ের অধীনে প্রস্তুতি শুরু করছে ডিএইচএফসি। হেড কোচ কিবু ভিকুনা কলকাতায় আসার আগেই প্রস্তুতিতে নেমে পড়ছে ডায়মন্ড হারবার এফসি। অনেকদিন ধরেই কিবুকে নিয়ে জল্পনা চলছিল। আর এবার ফেসবুক পেজে পোস্ট করে সেই খবরে শিলমোহর দিল অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব।  

কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলবে অভিষেকের দল। ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অভ্র মণ্ডল দলের গোলকিপিং কোচের দায়িত্ব সামলাবেন। স্পেন থেকে কিবু নিয়ে আসবেন ফিজিক্যাল ট্রেনারকে। ১৫ মে কিবুর কলকাতায় আসার কথা থাকলেও কিছুটা দেরী হল তাঁর।  

বড় ক্লাব খেলা তীর্থঙ্কর সরকার, অভিষেক দাসের সঙ্গে ময়দানে পরিচিত মুখ ফুলচাঁদ হেমব্রম, গৌতম কুজুর, সন্দীপ পাত্ররা সই করেছেন দলে। বাংলা দলের গোলকিপার প্রিয়ন্ত সিংয়ের সঙ্গে কথা হয়েছে কর্তাদের। প্রিয়ন্ত চূড়ান্ত হলে তিনিই হবেন দলের এক নম্বর কিপার। জেলা ও ভিনরাজ্যের ফুটবলারদের রাখা হয়েছে শহরের একটি হোটেলে। কয়েক দিনের মধ্যে ব্যবস্থা হবে ক্লাবের নিজস্ব টিম বাসের। 

আরও পড়ুন: ৪২-এও কামাল বোপান্নার, ফরাসী ওপেন জয় থেকে মাত্র দুই পা দূরে

আরও পড়ুন: GT-কে সম্মানে ভরাল রাজস্থান সরকার, পুরস্কার হার্দিককেও, PHOTOS

 

POST A COMMENT
Advertisement