scorecardresearch
 

Andrew Symonds Death: মাঙ্কিগেট থেকে চাহালকে হেনস্থা, বারবারই বিতর্কে সাইমন্ডস

আইপিএল ২০২২ শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই বীভৎস ঘটনার কথা সামনে এনেছিলেন যুজবেন্দ্র চাহাল। তাঁর অভিযোগের তির ছিল সাইমন্ডস ও জেমস ফকনারের দিকে। চাহাল বলেছিলেন, ''এটা ২০১১ সালের ঘটনা যখন মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, আমরা চেন্নাইয়ে ছিলাম। তিনি (সাইমন্ডস) খুব বেশি 'ফ্রুট জুস' পান করেছেন।'' চাহাল বলেন, ''আমি জানি না সাইমন্ডস তখন কী ভাবছিল, সাইমন্ডস ও ফকনার, এতটাই নেশাগ্রস্ত ছিল যে আমার মুখ যে টেপ দিয়ে বাঁধা ছিল তা পার্টি করার সময় পুরোপুরি ভুলেই গিয়েছিল।''

Advertisement
অ্যান্ড্রু সাইমন্ডস অ্যান্ড্রু সাইমন্ডস
হাইলাইটস
  • ৪৬ বছর বয়সে প্রয়াত সাইমন্ডস
  • গাড়ি দুর্ঘটনায় প্রান হারালেন অজি তারকা

Andrew Symonds Death: রবিবার সকালে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হওয়া এই ক্রিকেটার পেয়েছেন নানা সাফল্য আবার বারবার জড়িয়েছেন নানা বিতর্কে।

মাঙ্কি গেট কেলেঙ্কারি

সিডনির মাঠে ঘটা এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন হরভজন সিংয়ের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন সাইমন্ডস। তাঁর অভিযোগ ছিল ভারতীয় স্পিনার নাকি তাঁকে 'মাঙ্কি' অর্থাৎ 'হনুমান' বলেছেন। বর্ণবিদ্বেষী এই অভিযোগের কথা অস্বীকার করেন হরভজন। তাঁকে সমর্থন করেন সচিন তেন্ডুলকরও। তবুও শাস্তি পেতে হয় হরভজনকে। বেশ কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি।  

চাহালকে হেনস্থার অভিযোগ

আইপিএল ২০২২ শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই বীভৎস ঘটনার কথা সামনে এনেছিলেন যুজবেন্দ্র চাহাল। তাঁর অভিযোগের তির ছিল সাইমন্ডস ও জেমস ফকনারের দিকে। চাহাল বলেছিলেন, ''এটা ২০১১ সালের ঘটনা যখন মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, আমরা চেন্নাইয়ে ছিলাম। তিনি (সাইমন্ডস) খুব বেশি 'ফ্রুট জুস' পান করেছেন।'' চাহাল বলেন, ''আমি জানি না সাইমন্ডস তখন কী ভাবছিল, সাইমন্ডস ও ফকনার, এতটাই নেশাগ্রস্ত ছিল যে আমার মুখ যে টেপ দিয়ে বাঁধা ছিল তা পার্টি করার সময় পুরোপুরি ভুলেই গিয়েছিল।'' 

 ২০০৬ সালে সেরা ক্রিকেটারের শিরোপা হাতছাড়া

২০০৬ সালে দারুণ ছন্দে ছিলেন সাইমন্ডস। ঠিক হয়েছিল একদিনের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের জন্য, ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে অ্যালান বর্ডার নামাঙ্কিত ট্রফি তুলে দেবে। কিন্তু সেই সময়ই, বাংলাদেশের বিরুদ্ধে হারের পর সাইমন্ডসের মদ্যপানের ঘটনা সামনে চলে আসে। তাই তাঁকে পুরস্কার প্রাপকের তালিকা থেকে ছেঁটে ফেলা হয়।

আরও পড়ুন: সাইমন্ডসের মৃত্যু, ফের চর্চায় 'মাঙ্কিগেট', কী ঘটেছিল সেদিন?

Advertisement

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস

টিম মিটিং বাদ দিয়ে মাছ ধরতে ব্যস্ত সাইমন্ডস
২০০৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে গুরুত্বপূর্ণ টিম মিটিং ডেকেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই মিটিংয়ে ছিলেন না সাইমন্ডস। জানা যায়, ছিপ নিয়ে মাছ ধরতে ব্যস্ত অজি তারকা। অপেশাদার মনোভাবের জন্য তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। দেশে ফেরত চলে আসতে হয় তাঁকে। এরপর সাইমন্ডস বাদ যান ভারত সফর থেকেও।

Advertisement