scorecardresearch
 

Mohun Bagan: ফ্যানদের চাপেই কি মোহনবাগান থেকে সরল ATK ? উত্তর দিলেন গোয়েঙ্কা

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছিলেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goyenka)। বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) ফাইনালে হারিয়েই নামের আগে এটিকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। তার জায়গায় পরের মরশুম থেকে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants) নামে আইএসএল খেলবে তারা। মরশুমের শুরু থেকেই এটিকে তোলার পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। 

Advertisement
ট্রফি হাতে মোহনবাগান ট্রফি হাতে মোহনবাগান
হাইলাইটস
  • মোহনবাগানের সামনে থেকে সরল এটিকে
  • মোহনবাগান সুপার জায়েন্টস নামে খেলবে মোহনবাগান

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছিলেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goyenka)। বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) ফাইনালে হারিয়েই নামের আগে এটিকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। তার জায়গায় পরের মরশুম থেকে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants) নামে আইএসএল খেলবে তারা। মরশুমের শুরু থেকেই এটিকে তোলার পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। 

এটিকে-র সঙ্গে সংযুক্তিকরণের পর থেকেই অসন্তোষ বাড়ছিল মোহনবাগান ফ্যানদের মধ্যে। তাদের একাংশ এই সংযুক্তি মেনে নিতে পারেননি। তবে সূত্রের খবর, এই ক্ষোভ স্তিমিত হওয়ার পরেই এটিকে উলে নেওয়ার কথা জানাবেন বলে ঠিক করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। স্বাভাবিক নিয়মেই দল সাফল্য পেতেই মাঠে দর্শক বাড়তে শুরু করে। ফলে স্তিমিত হয়ে পড়ে 'রিমুভ এটিকে' আন্দোলন। সাফল্যের চূড়ায় উঠেই তাই এটিকে নাম তুলে নিলেন মোহনবাগান কর্তা। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'মরশুমের শুরু থেকেই ঠিক করে রেখেছিলাম এই মরশুম শেষ হওয়ার পরেই এটিকে নাম তুলে নেব। আমি শুধু অপেক্ষা করছিলাম, চ্যাম্পিয়ন হলেই নাম বদলাবো।'

আরও পড়ুন: মোহনবাগানের জয়ের পরই নিজের ক্লাবকে নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গল কর্তা

গত বছরেই আইপিএল-এ দল কিনেছিলেন সঞ্জীব। নাম দিয়েছিলেন লখনউ সুপার জায়েন্টস। অধিনায়ক করা হয় কেএল রাহুলকে। আর এবার সেই দলের সঙ্গেই ফুটবলকে জড়িয়ে নিলেন কলকাতার এই ব্যবসায়ী। ইতিমধ্যেই মোহনবাগানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, রবিবারই শহরে চলে আসছে সবুজ-মেরুন ব্রিগেড। দুপুর আড়াটের সময়, জাজেস কোর্টে আরপিএসজি-র অফিসে হবে আইএসএল জয়ের সেলিব্রেশন। যদিও সমর্থকদের একটা অংশ এখনও খুশি নন। তাঁরা চেয়েছিলেন, শুধুমাত্র মোহনবাগান নামেই খেলুক তাদের প্রানের প্রিয় ক্লাব। তবে এখনই তা হচ্ছে না। প্রাথমিক ভাবে এটিকে নাম উঠল। তাতেই কিছুটা স্বস্তিতে সবুজ-মেরুন সমর্থকরা।  

Advertisement

আরও পড়ুন: মোহনবাগানের জয়ে খেলা-সংসার মিলে মিশে একাকার, মাঠেই স্ত্রীকে 'কিস' শুভাশিসের

গত বছর পুজোর মরশুম থেকে এটিকে সরানোর দাবি জোরালো হয়েছে ক্রমশ। গতবার ডার্বির সময়, 'রিমুভ এটিকে' টিফো দেখা গিয়েছিল যুবভারতীতে। লক্ষ্মী পুজোর দিন, এই দাবিতে মোহনবাগানের সচিব দেবাশিস দত্তের বাড়ির বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কয়েকজন সমর্থক। মোহনবাগান ক্লাবের বাইরেও বিক্ষোভ দেখানো হয়। ক্লাবের তরফ থেকে ধরনের বিক্ষোভ নিয়ে সমালোচনাও করা হয়। সহ সভাপতি কুণাল ঘোষ দাবিকে সমর্থন জানালেও এমন আন্দোলনের তীব্র বিরোধিতা করেন। পরে উৎসবের মরশুম শেষ হয়ে যাওয়ার পর বৈঠকে বসে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি।  

Advertisement