Advertisement

T20 WC 2021 Final, NZ vs AUS: কিউয়িদের স্বপ্নভঙ্গ, ঐতিহাসিক জয়ে নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

অনির্বাণ সিংহ রায় | দুবাই | 14 Nov 2021, 10:59 PM IST

Australia Vs Newzealand Live Scores| ICC T20 World Cup Final 2021 Live Updates| Aus vs NZ live| আজ শেষ হল আইসিসির টি২০ ক্রিকেট বিশ্বকাপ। মুখোমুখি হয়েছিল দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই ম্যাচে নিজেদের জয়ের ধারা বজায় রাখল অস্ট্রেলিয়া। অজিদের লক্ষ্য ছিল ১৭৩ রান। সহজেই এই ম্যাচ জিতে নিল অজিরা। ব্যাট হাতে ভাল পারফর্ম করলেন ডেভিড ওয়ার্নাররা।

টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। Australia vs Newzealand| ICC T20 World Cup 2021 Final|টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। Australia vs Newzealand| ICC T20 World Cup 2021 Final|

highlights

      Australia Vs Newzealand Live Scores| ICC T20 World Cup Final 2021 Live Updates| Aus vs NZ live| আজ শেষ হল আইসিসির টি২০ ক্রিকেট বিশ্বকাপ। মুখোমুখি হয়েছিল দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই ম্যাচে নিজেদের জয়ের ধারা বজায় রাখল অস্ট্রেলিয়া। অজিদের লক্ষ্য ছিল ১৭৩ রান। সহজেই এই ম্যাচ জিতে নিল অজিরা। ব্যাট হাতে ভাল পারফর্ম করলেন ডেভিড ওয়ার্নাররা।

      10:57 PM(4 years ago)

      চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হয়ে সেরাটা দিলেন ওয়ার্নার, মিচ মার্শরা

      Posted by :- anirban

      ৫৩ রানে ডেভিড ওয়ার্নারের আউট হওয়ার পর ৭৭ রানের অপরাজিত ইনিংস খেললেন মিচ মার্শ। একই সঙ্গে তাঁকে সঙ্গ দিলেন গ্লেন ম্যাক্সওয়েল, অপরাজিত ২৮ রান করে। এই প্রথমবার ইতিহাস সৃষ্টি করল অজিরা। টি২০ বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে গেল ওয়ার্নার, স্মিথ, ফিঞ্চরা। 

       

       

      10:53 PM(4 years ago)

      টি২০ বিশ্বকাপের ফাইনালে জয় অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন অজিরা

      Posted by :- anirban

      টি২০ বিশ্বকাপ ২০২১-র ফাইনালে জয় তুলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে গেল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের সেরাটা দিয়ে খেতাব তুলে নিল অস্ট্রেলিয়া দল। 

      10:43 PM(4 years ago)

      ১৮ বলে ১৪ রান বাকি অস্ট্রেলিয়ার

      Posted by :- anirban

      জয়ের কাছাকাছি পৌঁছে গেল অজিরা।

      10:04 PM(4 years ago)

      ১০ ওভারে ৮২ রানে ১ উইকেট অস্ট্রেলিয়ার

      Posted by :- anirban

      আর ৬০ বলে ৯১ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। হাতে রয়েছে এখনও ৯ উইকেট। টি২০ বিশ্বকাপের ফাইনাল এখনও ৫০-৫০। তবে শেষে কে বাজিমাৎ করে সেটাই এখন দেখার। 

      Advertisement
      9:48 PM(4 years ago)

      পাওয়ার প্লে শেষে ৪৩ রানে ১ উইকেট অস্ট্রেলিয়ার, ৮৪ বলে ১৩০ রান চাই অজিদের

      Posted by :- anirban

      ৮৪ বলে ১৩০ রান জয়ের জন্য চাই অস্ট্রেলিয়ার। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ৪৩ রানে ১ উইকেট। খেলছেন ওয়ার্নার ও মিচেল মার্শ।

      9:32 PM(4 years ago)

      লক্ষ্য ১৭৩ রান, ১৫ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া

      Posted by :- anirban

      প্রথমেই ২.৩ ওভারে ১৫ রানে নিজেদের প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৫ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হলেন অ্যারন ফিঞ্চ। 

      9:13 PM(4 years ago)

      ৪ উইকেট হারিয়ে ১৭২ রানে শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস

      Posted by :- anirban

      ৪ উইকেট হারিয়ে ১৭২ রানে শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস। কিউয়িদের হয়ে দুরন্ত ব্যাট করলেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে এবার অস্ট্রেলিয়ার টার্গেট ১৭৩ রান। ১৩ রানে নট আউট রইলেন জিমি নিশাম ও ৮ রানে অপরাজিত থাকলেন টিম সিফার্ট।

      অস্ট্রেলিয়ার হয়ে ৩উইকেট পেলেন জস হ্যাজেলউড। ১টি উইকেট পেলেন অ্যাডাম জাম্পা।

       

       

      8:58 PM(4 years ago)

      ৮৫ রানে আউট হলেন উইলিয়ামসন

      Posted by :- anirban

      ব্যাট হাতে নিউজিল্যান্ড প্রথমে খুব একটা সুবিধা করতে পারেনি। তবে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন দুরন্ত ব্যাটিং করতে শুরু করেন। একই সঙ্গে কিউয়ি দলকে একটি ভরসা যোগ্য জায়গায় নিয়ে যান। তবে ১৭.৫ ওভারে ১৪৮ রানে ৪ উইকেট হারাল নিউজল্যান্ড। ৪৮ বলে ৮৫ রান করলেন উইলিয়ামসন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছয়। ১৮ রানে এর আগেই আউট হন গ্লেন ফ্লিপস।

       

       

      8:36 PM(4 years ago)

      ১৪ ওভার শেষে ১০২ রানে ২ উইকেট নিউজিল্যান্ডের

      Posted by :- anirban

      হাফ সেঞ্চুরি করলেন কেন উইলিয়ামসন। ১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০২ রান নিউজিল্যান্ডের। ৫৪ রানে খেলছেন উইলিয়ামসন। ১০ রানে খেলছেন গ্লেন ফ্লিপস।

       

       

      Advertisement
      8:22 PM(4 years ago)

      দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড

      Posted by :- anirban

      ১১.১ ওভারে ৭৬ রানে ২ উইকেট হারাল নিউজিল্য়ান্ড। গাপতিল আউট হলেন ২৮ রানে। অজিদের হয়ে উইকেট পেলেন জাম্পা।

      8:20 PM(4 years ago)

      ১১ ওভারে ৭৬ রান নিউজিল্যান্ডের

      Posted by :- anirban

      ১১ তম ওভারে ভাল রান করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। ১ উইকেট হারিয়ে ১১ ওভারে ৭৬ রান কিউয়িদের। ২৮ রানে খেলছেন গাপতিল ও ৩৫ রানে খেলছেন অধিনায়ক উইলিয়ামসন।

      8:15 PM(4 years ago)

      ১০ ওভারে ৫৭ রানে ১ উইকেট নিউজিল্যান্ডের

      Posted by :- anirban

      ১০ ওভার শেষে সেভাবে নিজেদের রান বাড়াতে পারল না নিউজিল্যান্ড। ১ উইকেট হারিয়ে ১০ ওভার শেষে ৫৭ রান করেছে নিউজিল্যান্ড। খেলছেন গাপতিল ও উইলিয়ামসন।

      7:58 PM(4 years ago)

      ৬ ওভারে ৩২ রানে ১ উইকেট নিউজিল্যান্ডের

      Posted by :- anirban

      পাওয়ার প্লে-তে খুব একটা ভাল শুরু হল না কিউয়িদের। প্রথম ৬ ওভারে ৩২ রানে ১ উইকেট নিউজিল্যান্ডের। খেলছেন গাপতিল ১৭ রানে ও উইলিয়ামসন ৩ রানে।

      7:48 PM(4 years ago)

      প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড

      Posted by :- anirban

      ৩.৫ ওভারে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। ২৮ রানে প্রথম উইকেটের পতন। আউট হলেন ড্যারিল মিচেল ১১ রানে। উইকেট পেলেন হ্যাজেলউড।

      Advertisement
      7:44 PM(4 years ago)

      ভাল শুরু নিউজিল্যান্ডের

      Posted by :- anirban

      প্রথম ৩ ওভারে ২৩ রান করল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে ভাল শুরু করল কিউয়ি ওপেনাররা।মার্টিন গাপতিল ও মিচেল নিজেদের উইকেট বাঁচিয়ে খেলছেন।

      7:14 PM(4 years ago)

      এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার একাদশ

      Posted by :- anirban

      ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

       

       

      7:13 PM(4 years ago)

      নিউজিল্যান্ডের একাদশ

      Posted by :- anirban

      নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

       

       

      7:04 PM(4 years ago)

      টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন ফিঞ্চ

      Posted by :- anirban

      টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। ব্যাট হাতে প্রথমে নামতে হবে নিউজিল্যান্ডকে। ফিঞ্চের বিরুদ্ধে টসে হারেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। মরুদেশে প্রথমে ব্যাট করে খুব একটা ম্যাচ জিততে দেখা যায়নি কোনও দলকে। তবে এই ম্যাচে বড় রান করাই লক্ষ্য থাকবে উইলিয়ামসনদের।

       

       

      6:57 PM(4 years ago)

      Posted by :- anirban

      T20 World Cup Final 2021 Live: দুবাইয়ে বড় ফাইনাল


      নিউজিল্যান্ড তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে। ১১ বছরের মধ্যে অস্ট্রেলিয়া তাদের প্রথম ফাইনালে জয় পেতে চায়। দুবাইতে কেন উইলিয়ামসন এবং অ্যারন ফিঞ্চের পুরুষরা মুখোমুখি হওয়ার কারণে এটি একটি অন্য ধরনের ফাইনাল। অনেকেই এই দুই দলকে ফাইনালে যাওয়ার সুযোগ দেয়নি কিন্তু এখানে তারা প্রাক-টুর্নামেন্টের প্রত্যাশা লঙ্ঘন করেছে।

       

       

      Advertisement
      6:56 PM(4 years ago)

      একে অপরের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

      Posted by :- anirban

       

      নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া: T20I ক্রিকেটে হেড টু হেড টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়া তাদের পরিচিত শত্রুদের থেকে হেড টু হেড সুবিধা পেয়েছে।

      অস্ট্রেলিয়া তাদের ১৪টি খেলার মধ্যে ৯টিতেই জিতেছে। যাইহোক, এই দুটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধুমাত্র যখন মুখোমুখি হয়েছিল, কেন উইলিয়ামসনের পুরুষরা এটি জিতেছিল, ২০১৬ সালে ধর্মশালায় গ্রুপ-পর্যায়ের ম্যাচে মাত্র ১৪২ রান করে। মুখোমুখি খেলেছেন ১৪টি অস্ট্রেলিয়া জিতেছে- ৯ নিউজিল্যান্ড জিতেছে-৫।

      নিউজিল্যান্ড এখনও আইসিসি ইভেন্টে নকআউট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি - অস্ট্রেলিয়ার পক্ষে ৪-০।

       

       

      Load More
      Advertisement