টেস্ট ক্রিকেটে আরও একবার বিব্রতকর রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। নর্থ সাউন্ডে (অ্যান্টিগা) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলা টেস্ট ম্যাচে এই রেকর্ড গড়ল বাংলাদেশ। প্রথম ইনিংসে ছয় ব্যাটার আউট হলেন কোনও রান না করেই। এই বিব্রতকর পারফরম্যান্সের কারণে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথম দিনে মাত্র ১০৩ রান করে।
টেস্ট ক্রিকেটে এমন ঘটনা যদিও প্রথম নয়। এর আগেও ৭ বার এমনটা ঘটেছে, এক ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৬ ব্যাটসম্যান। তৃতীয়বারের মতো বাংলাদেশ নামে এই রেকর্ড যোগ হল। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও বাংলাদেশের ছয় ব্যাটসম্যান খাতা খোলার আগেই প্যাভেলিয়নে ফেরত চলে গিয়েছিলেন। এবার ফের সেই একই ঘটনা ঘটে গেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও। ছয় ব্যাটার আউট হলেন ০ রানে।
হাফ সেঞ্চুরি করেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই লজ্জার রেকর্ডের মাঝে একমাত্র সফল অধিনায়ক সাকিব আল হাসান। এই বিপর্যয়ের মাঝেও যিনি ৫১ রানের ইনিংস খেলেন। তাঁর ক্যাপ্টেন হওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেটে অনেক বিতর্ক হয়েছিল। তবে তিনি ফের নিজেকে প্রমাণ করলেন। তাঁর হাফ সেঞ্চুরি ছাড়া দলের রান ১০০ পেরত না। সাকিব ছাড়া কেবল ওপেনার তামিম ইকবাল (২৯) এবং লিটন দাস (১২) দুই অঙ্কে পৌঁছেছেন। বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গিয়েছে মাত্র ৩২.৫ ওভারে।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরের আগে গলি-ক্রিকেটে মজে রোহিত, VIDEO
ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভাল
টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। পিচের অসম বাউন্সকে দারুণ ভাবে ব্যবহার করেন তাঁদের দলের বোলাররা। জাডেন সিলস ও আলজারি জোসেফ তিনটি করে উইকেট নেন এবং কেমার রোচ ও কাইল মায়ার্স নেন দুটি করে উইকেট। প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৯৫ রান। খেলছেন ক্যাপ্টেন ক্রেইগ ব্রেথওয়েট (৪২) ও নকরুমাহ বোনার (১২)।