Kibu Vicuna: কলকাতায় এলেন অভিষেকের ক্লাব DHFC-র কোচ কিবু, বিমানবন্দরে উচ্ছ্বাস

ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ডায়মন্ড হারবার এফসি। মোহনবাগানকে দেশের সেরা করেছেন এবার তাঁর লক্ষ্য ডায়মন্ড হারবার এফসিকে কলকাতা লিগের প্রিমিয়ার এ ডিভিশনে তুলে নিয়ে আসা। অনেকদিন ধরেই কিবু ভিকুনাকে কোচ করবে অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব এমনটা সোনা যাচ্ছিল। তবে সোমবার এই জল্পনায় শিলমোহর পরে। আর মঙ্গলবারই শহরে এসে গেলেন স্প্যানিশ কোচ। 

Advertisement
কলকাতায় এলেন অভিষেকের ক্লাব DHFC-র কোচ কিবু, বিমানবন্দরে উচ্ছ্বাসকিবু ভিকুনা ও তাঁর স্ত্রী কাসিয়ার সঙ্গে ক্লাব কর্তা মানস ভট্টাচার্য, ছবি-ফেসবুক
হাইলাইটস
  • কলকাতায় চলে এলেন কিবু ভিকুনা
  • মঙ্গলবার সকালে কলকাতায় আসেন ডায়মন্ড হারবার এফসি-র কোচ

শহরে চলে এলেন অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) দলের কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna)। মঙ্গলবার সকালে কলকাতায় এসে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কাসিয়া। কিবুকে দেখার জন্য প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন কলকাতা বিমানবন্দরে। তাঁকে বাইরে নিয়ে যেতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। ওই ভিড়ের মধ্যেই কিবুকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান ডায়মন্ড হারবার এফসি-র অন্যতম কর্মকর্তা মানস ভট্টাচার্য। একটু বাইরে আসতেই 'কিবু কিবু' চিৎকার। বিমানবন্দরে তখন কান পাতা দায়। তিন বছর আগে মোহনবাগানকে আই লিগ জিতিয়েছিলেন কিবু। তবে তার চেয়েও বড় কথা, তাঁর প্রশিক্ষনে যে ফুটবল জোসেবা বেইতিয়া, শেখ সাহিল বা শুভ ঘোষরা খেলেছিলেন তা ভুলতে পারেনি বাঙালি। মোহনবাগান সমর্থকরা তো বটেই, সমগ্র ফুটবল প্রেমী জনতার মনে দাগ কেটে গিয়েছে মোহনবাগানের সেই ফুটবল। উল্লেখ্য, এটিকে মোহনবাগান হিসেবে গত দুই বছর আইএসএল-এ খেললেও ট্রফি আসেনি।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ডায়মন্ড হারবার এফসি। মোহনবাগানকে দেশের সেরা করেছেন এবার তাঁর লক্ষ্য ডায়মন্ড হারবার এফসিকে কলকাতা লিগের প্রিমিয়ার এ ডিভিশনে তুলে নিয়ে আসা। অনেকদিন ধরেই কিবু ভিকুনাকে কোচ করবে অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব এমনটা সোনা যাচ্ছিল। তবে সোমবার এই জল্পনায় শিলমোহর পরে। আর মঙ্গলবারই শহরে এসে গেলেন স্প্যানিশ কোচ। 

আরও পড়ুন: মোহনবাগানকে আই লিগ দেওয়া কিবুকেই কোচ করল অভিষেকের ক্লাব

কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলবে অভিষেকের দল। ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অভ্র মণ্ডল দলের গোলকিপিং কোচের দায়িত্ব সামলাবেন। স্পেন থেকে কিবু নিয়ে আসবেন ফিজিক্যাল ট্রেনারকে। ১৫ মে কিবুর কলকাতায় আসার কথা থাকলেও কিছুটা দেরী হল তাঁর। বড় ক্লাব খেলা তীর্থঙ্কর সরকার, অভিষেক দাসের সঙ্গে ময়দানে পরিচিত মুখ ফুলচাঁদ হেমব্রম, গৌতম কুজুর, সন্দীপ পাত্ররা সই করেছেন দলে। বাংলা দলের গোলকিপার প্রিয়ন্ত সিংয়ের সঙ্গে কথা হয়েছে কর্তাদের। প্রিয়ন্ত চূড়ান্ত হলে তিনিই হবেন দলের এক নম্বর কিপার।
       

Advertisement

POST A COMMENT
Advertisement