scorecardresearch
 

Kolkata Football: গ্যালারি ফাঁকা কেন? ISL-কেই দুষছেন মোহনবাগান কর্তা

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে ক্ষুব্ধ কলকাতার দুই বড় ক্লাব। নয় বছরে ক'জন ফুটবলার উঠে এসেছে আইএসএল থেকে? এই প্রশ্নই তুলছেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। তিন বছর ধরে আইএসএল খেলছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। তবুও দর্শক আসছেন না মাঠে। এর জন্য কর্তারা এফএসডিএল-এর (FSDL) ভুল নীতিকেই দায়ী করছেন তাঁরা।

Advertisement
এফএসডিএল-কে তোপ দেবাশিস দত্তের এফএসডিএল-কে তোপ দেবাশিস দত্তের
হাইলাইটস
  • ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে দর্শক আসছে না
  • তোপ দাগলেন দেবাশিস

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে ক্ষুব্ধ কলকাতার দুই বড় ক্লাব। নয় বছরে ক'জন ফুটবলার উঠে এসেছে আইএসএল থেকে? এই প্রশ্নই তুলছেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। তিন বছর ধরে আইএসএল খেলছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। তবুও দর্শক আসছেন না মাঠে। এর জন্য কর্তারা এফএসডিএল-এর (FSDL) ভুল নীতিকেই দায়ী করছেন তাঁরা।

'নয় বছরে ক'জন ফুটবলার উঠে এসেছে?'
দেবাশিস দত্ত বলেন, " গত  নয় বছর ধরে আইএসএল চলছে। ক'টা ফুটবলার উঠে এসেছে? যতদিন যাচ্ছে ততই দর্শক কমছে। তাই আইএসএল নিয়ে পর্যালোচনা করার সময় এসে গিয়েছে।'' 

আরও পড়ুন: বার্সেলোনায় ফিরতে পারেন মেসি, দেখা যাবে জাভি-LM10 ম্যাজিক?

গ্রাসরুট ডেভলপমেন্ট নিয়ে কাজ করছে না কেউই
তৃণমূল স্তরে ফুটবলের উন্নতি করতে হবে বলে জানিয়েছেন দেবাশিস। তিনি বলেন, ''গ্রাসরুট ডেভলপমেন্ট নিয়ে আমরা কেউই কিছু করছি না, ভাবছিও না। আইএসএলে এখন ১১টা দল আছে। এই এগারোটা দলের প্রত্যেকের প্রতি বছর খরচ প্রায় চারশো কোটি টাকারও বেশি। ফ্রাঞ্চাইজি দলগুলি এই টাকার ১০ শতাংশ যদি ইয়ুথ ডেভিলপমেন্টের পেছনে খরচ করে, তাহলে দেশের ফুটবলের পক্ষে ভাল হবে। এফএসডিএল এমন কিছু নিয়ম চালু করুক। আমাদের বিভিন্ন বয়স ভিত্তিক দল আছে। কিন্তু দল থেকে লাভ নেই। টুর্নামেন্ট কোথায়? খেলার জায়গা নেই। বাংলার ফুটবলেও একই অবস্থা। আইএফএকেও ভাবতে হবে।”

আরও পড়ুন: মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে গ্যালারি ফাঁকা, কেন এই হাল?

তবে আইএফএ-এর সঙ্গে সমন্বয়য়ের অভাব রয়েছে এআইএফএফ-এরও। এ কথা স্বীকার করে নিলেন আইএফএ সভাপতি অনির্বাণ দত্ত। তিনি বলেন, 'কাজের ক্ষেত্রে কোনও সমন্বয় নেই। যোগাযোগের অভাব রয়েছে। একসঙ্গে বসে আলোচনা করে পরিকল্পনা করলে অনেক সমস‍্যা দূর হবে বলে আমার বিশ্বাস। আমি কিছু মাস হল আইএফএ-র দায়িত্বে এসেছি। এখন গ্রাসরুট ফুটবলকে অগ্রাধিকার দিচ্ছে আইএফএ। খুব শীঘ্রই জেলায় বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। ইতিমধ‍্যে আমরাবয়স ভিত্তিক কলকাতা লিগ চালু করতে করতে পেরেছি। বাংলা ফুটবলের উন্নতির জন‍্য আইএফএ-এর কিছু পরিকল্পনা র‍য়েছে। সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করাটাই এখন প্রধান লক্ষ‍্য।”
 

Advertisement

Advertisement