জয়ের ধারা অব্যাহত লাল হলুদের ছোটদের। রিল্যায়েন্স ফাউণ্ডেশন ডেভেলপমেন্ট লিগে (RFDL), জাতীয় পর্যায়ের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে ৩-১ গোলে জয় ইস্টবেঙ্গলের (East Bengal)।
এই টুর্নামেন্টের শুরু থেকেই লাল হলুদের ছোটরা বেশ ভালো ফুটবল উপহার দিচ্ছে। এই প্রতিযোগিতায় শেষ ডার্বি (Kolkata Derby) তাঁরাই জিতেছে। কুশ ছেত্রীর (Kush Chhetry) জোড়া গোলে, সবুজ মেরুনকে হারিয়ে লাল হলুদ পতাকা উড়িয়েছে ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, ইস্ট জোনের গ্রুপ টপার হয়েই এবার জাতীয় পর্যায়ে খেলতে এসেছে লাল হলুদ ব্রিগেড।
আর এবার সেইখানেও জয়। ডেভেলপমেন্ট লিগে জাতীয় পর্যায়ের প্রথম ম্যাচে, দুর্দান্ত ফুটবল উপহার দিল বিনো জর্জের (Bino George) ছেলেরা। দলীয় সংহতির দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে গোটা দল। গোলরক্ষক আদিত্য পাত্র (Aditya Patra), মাঝমাঠের খেলোয়াড় দীপ সাহা (Dip Saha), অধিনায়ক অর্পণ পোলে (Arpan Polley), কুশ ছেত্রী, মহম্মদ রোশল (Muhammed Roshal PP) এবং হিমাংশু জাংরা (Himanshu Jangra) সহ গোটা দল অসাধারণ ফুটবল উপহার দিয়েছে এই ম্যাচে।
আরও পড়ুন: তারকা মিডফিল্ডার সই করাচ্ছে ইস্টবেঙ্গল? জোর জল্পনা
ম্যাচের ২৩ মিনিটেই প্রথম গোল পায় লাল হলুদ। হিমাংশু জাংরার গোলে শুরুতেই এগিয়ে যায় তাঁরা। আর এই গোলের পরেই আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে যায় গোটা দলের। বলা যেতে পারে, এই ম্যাচে বিপক্ষ দল রামথার ভেং এফসিকে (Ramthar Veng FC) কার্যত দাঁড়াতেই দেয়নি ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার ফলে, আরও গোলের জন্য ঝাঁপায় লাল হলুদ। আর সেই সূত্রেই ম্যাচের ৩৮ মিনিটে আবার গোল। পেনাল্টি থেকে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সেই হিমাংশু জাংরা। অর্থাৎ, জোড়া গোলের নায়ক তিনি। প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফল নিয়েই।
আরও পড়ুন: ঘরোয়া ফুটবলে বিদেশি প্লেয়ার 'ব্যানড'? IFA কী ভাবছে...
দ্বিতীয়ার্ধেও সেই মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করে ইস্টবেঙ্গল। টিম কম্বিনেশনের দিক দিয়ে কেন এগিয়ে ইস্টবেঙ্গল, তা বোঝা গেল একটু বাদেই। ম্যাচের ৬৯ মিনিটে, মহম্মদ রোশলের গোলে আরও ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। ফলে বোঝাই যাচ্ছে যে, গোটা দলই যেন জয়ের জন্য মুখিয়ে ছিল। কিন্তু ম্যাচের শেষ কোয়ার্টারে, একটি গোল করতে সক্ষম হয় রাম্থার ভেং এফসি। তবে লাল হলুদ সমর্থকদের জন্য খারাপ খবর, জেসিন টিকের লাল কার্ড। দ্বিতীয়ার্ধে তাঁকে লাল কার্ড দেখান রেফারি।
কিন্তু আরও একটি খারাপ বিষয় হল যে, এই ম্যাচ ছিল সকাল ৮টায় এবং খেলা হয় টার্ফে। ফলে প্রচুর গরমে এবং রোদে, অনেকটা দৌড়ের ফলে ম্যাচের মধ্যেই মাথা ঘুরিয়ে পড়ে যান রোশল। আপাতত তিনি সুস্থ। তবে তাঁকে ২৪ ঘণ্টা ডাক্তারি পর্যবেক্ষণে রাখা হয়েছে। শেষপর্যন্ত ডেভেলপমেন্ট লিগে জাতীয় পর্যায়ের প্রথম ম্যাচে, রামথার ভেং এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গলের জুনিয়র ফুটবল দল।