scorecardresearch
 

Elon Mask on Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনছেন মাস্ক? ট্যুইটে তোলপাড় বিশ্বে

Elon Mask on Manchester United: ব্রিটিশ সংবাদপত্র 'দ্য ডেলি মিরর'-এ গতবছরে প্রকাশিত হয়েছিল, গ্লেজার পরিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিক্রি করতে তৈরি। কিন্তু ৪ বিলিয়ন পাউন্ড বা ৪৮৪ কোটি ডলারের কমে নয়। 

Advertisement
এলন মাস্ক (ছবিটি সংগৃহীত) এলন মাস্ক (ছবিটি সংগৃহীত)
হাইলাইটস
  • এলন মাস্কের (Elon Mask) ট্যুইটের পর জল্পনা তুঙ্গে
  • কী ট্যুইট করেছেন মাস্ক?
  • গ্লেজার পরিবারের উপরে ক্ষুব্ধ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্তরা

বিশ্বের ধনীতম ব্যক্তির নজরে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)? এলন মাস্কের (Elon Mask) ট্যুইটের পর জল্পনা তুঙ্গে।

অপ্রাসঙ্গিক ও অপ্রচলিত ট্যুইট করার অতীত রয়েছে মাস্কের। মাঝেমধ্যেই এই ধরনের ট্যুইট করে দেন মাস্ক। এলন মাস্ক ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনছেন কিনা, তা নিয়ে বিস্তারিত বা স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। মাস্কও স্পষ্ট করে কিছু লেখেননি।

কী ট্যুইট করেছেন মাস্ক?

এলন মাস্কের ট্যুইট, 'আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনছি, আপনাদের স্বাগত।' প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা এখন রয়েছে মার্কিন গ্লেজার পরিবারের হাতে। গ্লেজার পরিবার ও মাস্ক, দু'তরফেই  কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভারতের বাজার ঝুঁকিতে ফেলেছে Twitter, চাঞ্চল্যকর দাবি Elon musk-এর

আরও পড়ুন: জেল খাটতে হবে Elon Musk-কে? Twitter ডিল নিয়ে বড় আপডেট

ব্রিটিশ সংবাদপত্র 'দ্য ডেলি মিরর'-এ গতবছরে প্রকাশিত হয়েছিল, গ্লেজার পরিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিক্রি করতে তৈরি। কিন্তু ৪ বিলিয়ন পাউন্ড বা ৪৮৪ কোটি ডলারের কমে নয়। 

গ্লেজার পরিবারের উপরে ক্ষুব্ধ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্তরা
 
৪৪ বিলিয়ন ডলারের ট্যুইটার কেনার চুক্তি থেকে এমনিতেই বেরতে চাইছেন এলন মাস্ক। আদালতে এই নিয়ে মামলাও চলছে।

আরও পড়ুন: সৎমেয়ের সঙ্গে সম্পর্ক এলন মাস্কের বাবার, রয়েছে ২ সন্তানও

বিশ্বের অন্যতম বড় ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইডেট। ২০ বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান কাপ জেতার রেকর্ড রয়েছে। গ্লেজার পরিবারের ম্যানেজমেন্টে খুশি নন ম্যাঞ্চেস্টারের ফ্যানরা। গত মরশুমে ভাল প্লেয়ার তোলা হয়নি। সেই কারণেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। এমনই অভিযোগ করেছেন ক্লাবের ফ্যানেরা। ২০০৫ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনেছিলেন গ্লেজার পরিবার। 

Advertisement

অন্যদিকে মাস্ক মাঝেমধ্যেই প্রাসঙ্গিক ট্যুইট করে দিয়ে পরে বলেন, তিনি মজা করেছিলেন। যদিও তাঁর কেনার তালিকা নিছক কম নয়। 

Advertisement