বাংলা শিখে নিয়েছেন ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) বিদেশি ফুটবলার ইলিয়ান্দ্রো। ইমামি ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইলিয়ান্দ্রো (Eliandro) শিখে নিচ্ছেন বাংলায় কথা বলা। ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, অনুশীলনে নামার আগে ক্লাবের এক কর্মীর সঙ্গে বাংলায় কথা বলছেন তিনি। ইলিয়ান্দ্রো বলেন, ''দাদা কেমন আছো?'' কিছুদিন আগেই কলকাতায় এসেছেন। খেলেছেন কয়েকটা ম্যাচ। এর মধ্যেই বাংলা শিখে নিচ্ছেন ইমামি ইস্টবেঙ্গলের ব্রাজিয়ান স্ট্রাইকার।
ডুরান্ড কাপে ব্যর্থ হয়েছে দল
মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে কলকাতার দলগুলি। গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও ইমামি ইস্টবেঙ্গল। অন্যদিকে, দারুণ লড়েও সেমিফাইনালে হারতে হয়েছে মহমেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting)। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে কলকাতা লিগে নতুন উদ্যোমে নামতে চায় ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের আগে দল গুছিয়ে নিতে খুব বেশি সময় পাননি স্টিফেন কনস্ট্যানটাইন। তার মধ্যেও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে জিতেছে লাল-হলুদ ক্লাব। আর এটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে ইমামি ইস্টবেঙ্গলকে।
আরও পড়ুন: ATK মোহনবাগানের নতুন অজুহাত, CFL-এর সূচী ঠিক হল না আজও
রবিবার প্রস্তুতি ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল
কলকাতা লিগের সুপার সিক্সে খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। সকাল ৯টা থেকে শুরু হবে এই ম্যাচ। নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদিও এই ম্যাচ দেখতে পারবেন না কেউই। ক্লোজ ডোর প্র্যাকটিস ম্যাচ খেলবে স্টিফেন কনস্ট্যানটাইনের ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ডের কাপের পর কলকাতা লিগ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল।
আরও পড়ুন CFL-এর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ কারা?
কলকাতা লিগ নিয়ে জটিলতা
কলকাতা লিগ নিয়ে জটিলতা কাটছে না। ফলে সুপার সিক্সের সূচী তৈরি করতে পারছে না আইএফএ। শনিবার আইএফএ-এর বৈঠকে এটিকে মোহনবাগান জানিয়ে দেয়, তারা এফএসডিএল-এর সঙ্গে আলোচনা করার পরেই জানাতে পারবে খেলার ব্যাপারে। যদিও অন্য দুই প্রধান, ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) ও মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)-এর খেলার ব্যাপারে সমস্যা নেই বলেই জানিয়ে দিয়েছে।
সমস্যা রয়েছে অন্য ক্লাবগুলিকে নিয়েও। দীর্ঘদিন ধরে লিগ চলতে থাকলে বিদেশি ফুটবলারদের ধরে রাখতে সমস্যায় পড়তে হবে তাদের। এই বিষয়টাও ভাবাচ্ছে আইএফএ-এর কর্তাদের। আগামী দুই-তিন দিনের মধ্যে কলকাতা লিগের সুপার সিক্সের সূচী তৈরি করে ছয় ক্লাবকে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন অনির্বাণ দত্ত।