করোনা ( Corona) মুক্ত হলেন ভারত ( India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআইয়ের (BCCI) এক কর্তা। এর ফলে ৭ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ সিরিজে খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে।
এদিন এক সর্বভারতীয় সংস্থাকে বোর্ডের এক কর্তা বলেন,"রোহিতের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না তাঁকে। যদিও ভারতীয় দল যে টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলছে, তাতে রোহিত নেই। প্রথম টি-২০ ম্যাচে নামার আগে কিছুটা বিশ্রাম প্রয়োজন রোহিতের।"
রোহিত না থাকলেও পঞ্চম টেস্টে সুবিধাজনক জায়গায় টিম ইন্ডিয়া। প্রায় ২০০ রানের লিড নিয়েছে ভারতীয় দল। এজবাস্টন টেস্টে টিম ইন্ডিয়া শক্তিশালী জায়গায়। ভারত প্রথমে ব্যাট করে ৪১৬ রান করে। টিম ইন্ডিয়ার হয়ে ঋষভ পন্ত ১৪৬ এবং রবীন্দ্র জাদেজা ১০৪ রান করেন। পরে, টিম ইন্ডিয়া দারুণ বোলিংও করে। ৮৩ রানে ইংল্যান্ডের পাঁচ উইকেট ফেলে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। এই সিরিজে ভারত ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতলে বা ড্র করলে সিরিজ ভারতের। প্রথম টি২০ ম্যাচে রোহিত খেললেও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। টেস্ট শেষ হওয়ার পরেই শুরু টি২০ সিরিজ। সেই কারণেই প্রথম টি২০ ম্যাচে বিশ্রামে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা।
আরও পড়ুন: নেতার ভূমিকায় বিরাট, বেয়ারস্টোর সঙ্গে জড়ালেন ঝামেলায়, VIDEO
টেস্টের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সময় করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে রোহিতের। টেস্টের আগের দিন পর্যন্ত তাঁর সুস্থ হওয়ার অপেক্ষা করে ভারতীয় দল। কিন্তু ৩০ জুন ফের রোহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় তাঁকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার কথা জানায় ভারত। টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। দারুণ ভাবে নেতৃত্ব সামলাচ্ছেন ভারতের নতুন অধিনায়ক। বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও সফল বুমরা। প্রথম ইনিংসে ১৬ বলে ৩১ রান করেছেন তিনি।