scorecardresearch
 

Hardik Pandya, IPL 2022: ধোনিই তাঁর মেন্টর, GT-কে ফাইনালে তুলেও শান্ত হার্দিক

হার্দিক বলেন, 'মাহি ভাই আমার জীবনে বড় ভূমিকা রেখেছেন। ও আমার কাছে ভাই, বন্ধু এবং পরিবারের মত। ওর কাছ থেকে অনেক ভাল জিনিস শিখেছি। ব্যক্তিগতভাবে দৃঢ় থাকার মাধ্যমেই আমি এই সব কিছুর মুখোমুখি হতে পারতাম। এই মরসুমে, হার্দিক পান্ডিয়া ১৫ ম্যাচে ৪৫৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩২.৮৪। তিনি ৭.৭৩ ইকোনমিতে পাঁচ উইকেট নিয়েছেন।

Advertisement
হার্দিক পান্ডিয়া, ছবি- গুজারাত টাইটান্স হার্দিক পান্ডিয়া, ছবি- গুজারাত টাইটান্স
হাইলাইটস
  • হার্দিকের মেন্টর ধোনি
  • ফাইনালে গুজরাত

প্রথমবার আইপিএল খেলতে নেমে গুজরাতকে (Gujarat Titans) ফাইনালে তুলে দিলেন দলনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত কয়েক বছরে বারবার বিভিন্ন বিতর্কের মুখে পড়তে হয়েছে ভারতের এই অলরাউন্ডারকে। চোট-আঘাত সমস্যার পাশাপাশি বিতর্ক হয়েছে তাঁকে নিয়ে। তবে সবটাই সামলেছেন হাসিমুখে। গুজরাত টাইটান্সের (GT) প্রথম মরশুমে তিনি শুধু একজন অলরাউন্ডার হিসেবেই জ্বলে উঠেননি, একজন ভাল অধিনায়ক হিসেবেও উঠে এসেছেন এবং দলকে ফাইনালে নিয়ে গিয়েছেন। ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিই তাঁর মেন্টর। দলকে ফাইনালে তুলেও তাই আবেগতাড়িত নন হার্দিক। 

প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারানোর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'লোকেরা এটা নিয়েও অনেক কথা বলতে পারে। এটা তাদের কাজ। আমি তাদের থামাতে পারব না। হার্দিক পান্ডিয়ার নাম থাকলে যে কোনও কিছু ভাল বিক্রি হয়। তাই এতে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু হাসি দিয়েই এটা মোকাবিলা করি।''

গুজরাত টাইটান্সের অধিনায়কত্ব পেয়েও প্রশ্ন উঠেছে

গত বছরের নভেম্বর মাসে দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন নামিবিয়ার বিপক্ষে। এরপর থেকে কোমরের অপারেশনের কারণে তাঁকে লড়াই করতে দেখা যায়। অল রাউন্ডার হলেও বোলিং করতে পারছিলেন না হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্স (MI) থেকে রিলিজ পাওয়ার পর, গুজরাত দল তাঁকে আইপিএল মরশুমের মেগা নিলামের আগে ১৫ কোটি টাকায় কিনেছিল। অধিনায়কত্ব দেওয়া নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছিল, তবে তাঁর 'মেন্টর' এমএস ধোনির মতো 'ক্যাপ্টেন কুল' পান্ডিয়া তাঁর ব্যাটিং ও বোলিং দিয়ে সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন। 

হার্দিক বলেন, 'মাহি ভাই আমার জীবনে বড় ভূমিকা রেখেছেন। ও আমার কাছে ভাই, বন্ধু এবং পরিবারের মত। ওর কাছ থেকে অনেক ভাল জিনিস শিখেছি। ব্যক্তিগতভাবে দৃঢ় থাকার মাধ্যমেই আমি এই সব কিছুর মুখোমুখি হতে পারতাম। এই মরসুমে, হার্দিক পান্ডিয়া ১৫ ম্যাচে ৪৫৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩২.৮৪। তিনি ৭.৭৩ ইকোনমিতে পাঁচ উইকেট নিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: ইডেনে আজ IPL-এর এলিমেনেটর ম্যাচ, কখন-কীভাবে দেখবেন?

আরও পড়ুন: আজ RCB vs LSG, বিরাট না রাহুল কে করবে বাজিমাত?

হার্দিক ফাইনাল খেলবেন নিজের মাঠ মোতেরায় 

তিনি বলেন, 'অধিনায়ক হওয়ার আগেও সব পরিস্থিতিতে শান্ত থাকতাম। এভাবে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। আমার কর্মজীবন এবং জীবনেও, আমি আতঙ্কিত হওয়ার পরিবর্তে ১০ সেকেন্ড অপেক্ষা করতে পছন্দ করি। রোববার নিজের ঘরের মাঠ মোতেরায় অনুষ্ঠিতব্য ফাইনাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দারুণ হবে। এত বড় স্টেডিয়াম, আমাদের হোম গ্রাউন্ড, আমাদের রাজ্য। আশা করছি স্টেডিয়াম পূর্ণ হবে। 

Advertisement