scorecardresearch
 

IPL 2022 Eliminator: আজ RCB vs LSG, বিরাট না রাহুল কে করবে বাজিমাত?

শেষ ম্যাচে আরসিবি বোলাররা লখনউয়ের ব্যাটসম্যানদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিল। ফাস্ট বোলার জশ হ্যাজেলউড ৪টি ও হর্ষাল প্যাটেল নেন ২ উইকেট। আঁটসাঁট বোলিং করে ছিলেন স্পিনার শাহবাজ আহমেদ। এমতাবস্থায় লখনউয়ের ব্যাটসম্যানদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন আরসিবি-র বোলাররা। লখনউয়ের বোলারদের মারতে করতে গিয়ে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৬৪ বলে ৯৬ রান করে আউট হন।

Advertisement
ফাফ ডু প্লেসি ও কেএল রাহুল ফাফ ডু প্লেসি ও কেএল রাহুল
হাইলাইটস
  • ফের দেখা যাবে বিরাট ঝড়?
  • জিততেই হব্বে দুই দলকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022 মরশুমে আজ (২৫ মে) প্রথম এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মধ্যে হবে। কলকাতার ইডেন গার্ডেনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার 2-এ রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হবে। এখানে যে দলই জিতুক না কেন, ফাইনালে শিরোপার জন্য গুজরাট টাইটানসের (GT) সঙ্গে লড়াই হবে। অর্থাৎ এলিমিনেটর খেলা লখনউ ও বেঙ্গালুরু দলকে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখান থেকে তিনটি ম্যাচ জিততে হবে। 

আগের ম্যাচে ১৮ রানে হেরেছিল আরসিবি

লখনউ আইপিএলের নতুন দল। তারা ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছে। দুই দলের মধ্যে শেষ ম্যাচে আরসিবি কে ১৮ রানে পরাজিত করে লখনউ। এমন পরিস্থিতিতে লখনউ দলের শক্তি-দুর্বলতা সম্পর্কে  ধারণা রয়েছে কোহলির সেনাবাহিনীর। 

সেঞ্চুরি হারান ডু প্লেসিস, কোহলির 'গোল্ডেন ডাক'

 
শেষ ম্যাচে আরসিবি বোলাররা লখনউয়ের ব্যাটসম্যানদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিল। ফাস্ট বোলার জশ হ্যাজেলউড ৪টি ও হর্ষাল প্যাটেল নেন ২ উইকেট। আঁটসাঁট বোলিং করে ছিলেন স্পিনার শাহবাজ আহমেদ। এমতাবস্থায় লখনউয়ের ব্যাটসম্যানদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন আরসিবি-র বোলাররা। লখনউয়ের বোলারদের মারতে করতে গিয়ে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৬৪ বলে ৯৬ রান করে আউট হন।

তবে 'গোল্ডেন ডাক'-এ আউট হন বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে এবার তাঁর সামনে বড় ইনিংস খেলার চ্যালেঞ্জ থাকবে। সেই ম্যাচে লখনউ অধিনায়ক রাহুল করেছিলেন ৩০ রান। এবার পুরো ভার তাঁর ওপরই বর্তাবে। তিনি যদি বড় স্কোর করেন, তবেই তার দল বড় রান করতে পারবে।

আরও পড়ুন: গোলাপি-বেগুনি-নীলে সেজেছিল ইডেন, কত দর্শক এসেছিল জানেন? PHOTOS

Advertisement

আরও পড়ুন: হাউসফুল ইডেনে ফের দেখা যাবে বিরাট শো? অপেক্ষায় রাজ্যবাসী

পিচ কেমন হতে পারে

সিএবি সূত্রের দাবি, পিচ খুব ভাল হয়েছে। ইডেনের পিচের চরিত্র বদলে গিয়েছে। বাউন্স থাকবে উইকেটে। প্রায় সমান সুবিধা পাবেন ব্যাটার এবং বোলাররা। শুরুতে ভাল ব্যাট করতে পারলে ১৬০-১৮০ রান করতে সমস্যা হওয়ার কথা নয়। আর সেটাই দেখা গিয়েছে মঙ্গলবারও। শুরুতে ব্যাট করতে গেলে কিছুটা সমস্যা হচ্ছে এটা যেমন ঠিক, তেমনই পরের দিকে বল খুব ভাল ব্যাটে আসছে। রান করতে সমস্যা হচ্ছে না। তবে স্পিনারদের উইকেট নিতে সমস্যা হচ্ছে। এবারের আইপিএল-এ সেরা ছন্দে থাকা যুজবেন্দ্র চাহাল বা রবিচন্দ্রন অশ্বিন মঙ্গলবার একটাও উইকেট পাননি। অন্যদিকে গুজরাতের হয়ে উইকেট পাননি রশিদ খানও। স্পিনারদের মধ্যে কেবল আর সাই কিশোর একটি উইকেট পেয়েছেন। টসে জিতলে তাই পরে ব্যাট করতে চাইবেন কেএল রাহুল বা ফাফ ডু প্লেসি।    

Advertisement