দ্বিতীয় টি২০ ম্যাচে বোলারদের দাপট। ৪৯ রানে ইংল্যান্ডকে হারিয়ে টি২০ সিরিজ পকেটে পুরল ভারতীয় দল। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরুটে দারুণ শুরু করে ভারত। পঞ্চম ওভারের শেষ বলে ক্যাপ্টেন রোহিত শর্মা যখন আউট হলেন তখন ভারতের রান ৪৯। তবে এরপরে রানের গতি না কমলেও উইকেট পড়তে থাকে। ৮৯ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। ২০ বলে ৩১ রানের ইনিংস খেলে আউট হন রোহিত। ১৫ বলে ২৬ রান করেন ঋষভ পন্ত। ফের ব্যর্থ বিরাট কোহলি। ৩ বল খেলে মাত্র ১ রান করে আউট হন তিনি। ১১ বলে ১৫ রান করে আউট সূর্যকুমার যাদব। ১৫ বল খেলে মাত্র ১২ রান করেন হার্দিক পান্ডিয়া। ২৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ১৭ বলে ১২ রান করে আউট হন দীনেশ কার্তিক। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭০ রান করে ভারতীয় দল।
ইংল্যান্ডের হয়ে দারুণ বল করেন জর্ডন ও রিচার্ড। চারটি উইকেট নেন ক্রিস জর্ডন। ৩ উইকেট রিচার্ড গ্লিসনের। চার ওভারে মাত্র ১৫ রান দেন তিনি। চার ওভার বল করে ২৭ রান দেন জর্ডন।
আরও পড়ুন: এবার মুখ খুললেন কপিল দেব, 'ফর্মে না থাকা বিরাটও বাদ যেতে পারে'
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। কোনও রান না করেই আউট হন জেসন রয়।মাত্র ৪ রান করে আউট হন বাটলার। ব্যর্থ ডেভিড মালান ২৫ বলে ১৯ রান করে ফেরেন তিনি। ৯ বলে ১৫ রান করে আউট লিয়াম লিভিংস্টোন। কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন মঈন আলি ও ডেভিড উইলি। তবে তা একেবারেই যথেষ্ট ছিল না। ২১ বলে ৩৫ রান করে আউট হন মঈন। ২২ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন উইলি।
আরও পড়ুন: কাটছে জট, আগামী সপ্তাহেই ইমামির সঙ্গে চুক্তি সই ইস্টবেঙ্গলে?
দুটি করে উইকেট জসপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহালের। তিনটি উইকেট ভুবনেশ্বর কুমারের। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও হার্ষাল প্যাটেলের।