রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টি২০ সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম দুই টি২০ ম্যাচে একটি করে ম্যাচ জিতেছে ভারত ও অস্ট্রেলিয়া। মোহালিতে প্রথম ম্যাচে হারের পর নাগপুরে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ছয় উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরান রোহিতরা।
বোলিং নিয়ে সমস্যা কাটেনি ভারতের
তবে জয়ের পরও কিছু জটিলতার মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। ফাস্ট বোলার হার্ষাল প্যাটেল সিরিজে এখনও পর্যন্ত দুর্দান্ত বল করতে পারেননি। দুটি ম্যাচ খেললেও, স্পিডস্টার একটিও উইকেট নিতে পারেনি। মোট চয় ওভার বল করে ৮১ রান দিয়েছেন তিনি। হর্ষলের জায়গায় ভারত দীপক চাহারকে ভারতীয় দল সুযোগ দেয় কি না সেটাই দেখার। আগের ম্যাচে ভারত ঋষভ পন্ত এবং দীনেশ কার্তিক দু'জনকেই প্লেয়িং ইলেভেনে রেখেছিল।
আরও পড়ুন: বাংলায় কথা বললেন বাংলার জামাই, কী বললেন ধোনি? VIDEO VIRAL
চোটের জন্য গত ম্যাচে খেলতে পারেননি ন্যাথান এলিস। তাঁর বদলে খেলতে নামা ড্যানিয়েল শামস ভাল বল করতে পারেননি। ১.৫ ওভারে ২০ রান দিয়ে ফেলেছেন ড্যানিয়েল।
আরও পড়ুন: দেন অঞ্জলি-নাচেন বিসর্জনেও; কোন পুজো কমিটির সঙ্গে যুক্ত সৌরভ?
সবার চোখ থাকবে কোহলি-রাহুলের দিকে
ব্যাটিংয়ে রোহিত, কেএল রাহুল এবং বিরাট কোহলিদের তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সূর্যকুমার যাদবও শেষ ম্যাচে ভাল পারফর্ম করতে পারেননি। তবে এটা স্বস্তির বিষয় যে হার্দিক পান্ডিয়া ধারাবাহিক ভাবে ভাল খেলছেন। ভারতের ব্যাটসম্যানদের আরেকটি দুর্বলতা হল লেগ স্পিন, যেটা অ্যাডাম জাম্পা দারুণ ভাবে কাজে লাগাচ্ছেন।
আরও পড়ুন: দীপ্তির ম্যানকাডিং নিয়ে মুখ খুললেন অশ্বিন, কী বললেন?
হায়দরাবাদের আবহাওয়া কেমন থাকবে
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও বৃষ্টি কিছুটা বিঘ্নিত ঘটাতে পারে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা প্রায় ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। ১৯ কিমি/ঘন্টা বেগে বাতাস বইবে। প্রায় ৫৯% মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে ৫৫ শতাংশ। হায়দরাবাদে বিকেল ৫টার দিকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা খুবই কম। টস জিতে যে কোনও দল অবশ্যই বিনা দ্বিধায় ব্যাট করতে চাইবে।
দুই দলের সভাব্য একাদশ:
ভারত
কেএল রাহুল, রোহিত শর্মা (C), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, জাসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল
অস্ট্রেলিয়া
অ্যারন ফিঞ্চ (সি), ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ড্যানিয়েল সামস, শন অ্যাবট, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড