এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কঠিন পরিস্থিতির মধ্যেও রবীন্দ্র জাদেজা ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। এটি জাদেজার টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি। তাঁর এবং ঋষভ পন্তের অসাধারণ শতরানের কারণে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪১৬ রান তোলে।
জাদেজার ইনিংস নিয়ে বিবৃতি দিয়েছেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনও। অ্যান্ডারসন বলেন, 'রবীন্দ্র জাদেজা আগে ৮ নম্বরে ব্যাট করত। তাই ব্যাট করার সুযোগ কম পেত। এখন ৭ নম্বর ব্যাটার হিসেবে খেলছে এবং ভাল ভাবেই বল ছাড়ছেন। নিজেকে ব্যাটার হিসেবেও ভাবতে শুরু করেছে ও।''
২০১৪ সালে অ্যান্ডারসেন-জাদেজা বিতর্ক হয়েছিল
জেমস অ্যান্ডারসনের সঙ্গে ২০১৪ সালে রবীন্দ্র জাদেজা উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়েছিলেন। নটিংহ্যামে খেলা প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে গোটা বিতর্কের জন্ম হয়। সেদিন মধ্যাহ্নভোজের বিরতির আগে রবীন্দ্র জাদেজা ও জেমস অ্যান্ডারসনের মধ্যে তর্ক হয়। এরপর লাঞ্চ করে প্যাভিলিয়নে ফেরার সময় জাদেজার পাশাপাশি তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও ঝামেলায় পড়েন অ্যান্ডারসন। ইংল্যান্ডের অভিজ্ঞ বোলার জাদেজা ভারতীয় ড্রেসিংরুমে এসে জাদেজাকে দাঁত ভাঙার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ।
ভারতের বিরুদ্ধে রায় দিয়েছেন ডেভিড বুন
পরে ভারতীয় দল জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে জাদেজার সঙ্গে খারাপ ব্যবহার ও ধাক্কা দেওয়ার অভিযোগ তোলে। একই সঙ্গে জাদেজার বিরুদ্ধে খেলার স্পিরিট নিয়ে খেলার অভিযোগ তুলেছিল ইংল্যান্ড দল। গোটা ঘটনার জল গড়ায় অনেকদূর। পরে গোটা বিষয়টি নিয়ে গর্ডন লুইসকে জুডিশিয়াল কমিশনার হিসেবে নিয়োগ করে আইসিসি। সেই ম্যাচের রেফারি, ডেভিড বুন, লেভেল ১ এর অধীনে জাদেজাকে জরিমানা করেন এবং তাঁর ম্যাচ ফি থেকে ৫০ শতাংশ কেটে নেন।
বিচার বিভাগীয় কমিশনারের কাছ থেকে ক্লিন চিট
পরে বিচার বিভাগীয় কমিশনারের শুনানি শেষে অ্যান্ডারসন ও জাদেজাকে ক্লিনচিট দেন। জাদেজার পারিশ্রমিকও কাটা হবে না বলে জানিয়েছিলেন। এমএস ধোনিও এই গোটা বিতর্কে খুব বিরক্ত ছিলেন। এই বিতর্ক প্রসঙ্গে ধোনি বলেছিলেন, 'আমি জানি না ম্যাচ রেফারি কী দেখে জাদেজাকে জরিমানা করেছিলেন। আমরা ঠিকই বলেছিলাম, অ্যান্ডারসন লক্ষ্মণ রেখাকে অতিক্রম করেছিলেন। আশ্চর্যের বিষয় হল, স্টেডিয়ামে সিসিটিভি লাগানো সত্ত্বেও যে জায়গায় এই সমস্ত বিতর্ক হয়েছিল সেই জায়গার ফুটেজ ইসিবির কাছে ছিল না।
আরও পড়ুন: টি২০ সিরিজের আগে ইংল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন চাহাল-সূর্যকুমাররা PHOTOS
আরও পড়ুন: করোনামুক্ত রোহিত, ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন?
এবার জাদেজা পাল্টা আঘাত করলেন অ্যান্ডারসনকে
অন্যদিকে অ্যান্ডারসনের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন রবীন্দ্র জাদেজাও। সাংবাদিক সম্মেলনে জাদেজা বলেন, 'আপনি যখন রান করেন, সবাই বলে আপনি একজন ভাল ব্যাটসম্যান। তবে আমি সবসময় ক্রিজে সময় কাটাতে চাই। ক্রিজে যেই থাকুক, আমি আমার কাজ করে যাই। এটা দেখে ভালো লাগছে যে ২০১৪ সালের পরে, অ্যান্ডারসন আমার সম্পর্কে এই উপলব্ধি করেছেন।''