scorecardresearch
 

India vs West Indies T20I: ভিসা-জট কাটিয়ে আমেরিকায় ভারতীয় দল, খেলবেন রোহিত?

গুয়ানা সরকারের হস্তক্ষেপেই ভিসা সমস্যা মিটল ভারতীয় দলের। কিছু দিন আগেই ভারতীয় দলের এই সমস্যার কথা জানা জানা গিয়েছিল।, ভিসা সমস‍্যায় সম্ভবত আমেরিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুটো ম্যাচ ভেস্তে যেতে পারে। এমন আশঙ্কাও করা হচ্ছিল। তবে গুয়ানা সরকারের হস্তক্ষেপে সেই সমস্যা মিটে যায়। আগামী ৫ এবং ৬ আগস্ট সিরিজের শেষ দু’টি ম্যাচ হওয়ার কথা ফ্লোরিডায়। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • ভিসা সমস্যা মিটল টিম ইন্ডিয়ার
  • খেলতে পারেন রোহিত

স্বস্তির খবর ভারতীয় দলের (India Team) জন্য। ভিসা সমস্যা কাটিয়ে আমেরিকায় পৌঁছে গেল টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ (T-20) সিরিজের মধ‍্যে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। সেই দুটো ম‍্যাচ হওয়ার কথা আমেরিকায়। চতুর্থ এবং পঞ্চম টি-২০ হবে ফ্লোরিডায়। ম্যাচ হওয়ার কথা থাকলেও ভিসা পেতে সমস্যা হচ্ছিল ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের। অবশেষে সেই সমস্যা মিটে গিয়েছে। দলের সমস্ত ক্রিকেটারই ভিসা পেয়ে গিয়েছেন। ইতিমধ্যেই দলের কয়েক জন ক্রিকেটার মায়ামি পৌঁছে গিয়েছেন। বাকিরাও হয়ত যোগ দেবেন বৃহস্পতিবার। 

আরও পড়ুন: শহরে কনস্ট্যান্টাইন, ইমামি ইস্টবেঙ্গলের প্র্যাক্টিস শুরু কবে?

গুয়ানা সরকারের হস্তক্ষেপেই ভিসা সমস্যা মিটল ভারতীয় দলের। কিছু দিন আগেই ভারতীয় দলের এই সমস্যার কথা জানা জানা গিয়েছিল।, ভিসা সমস‍্যায় সম্ভবত আমেরিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুটো ম্যাচ ভেস্তে যেতে পারে। এমন আশঙ্কাও করা হচ্ছিল। তবে গুয়ানা সরকারের হস্তক্ষেপে সেই সমস্যা মিটে যায়। আগামী ৫ এবং ৬ আগস্ট সিরিজের শেষ দু’টি ম্যাচ হওয়ার কথা ফ্লোরিডায়। 

আরও পড়ুন: পদ খোয়াতে পারেন রাহুল, রোহিতের ডেপুটি কে হতে পারেন?

এই নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট বলেন, "সকলের ভিসার অনুমতি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার দুপুরের আগে পাসপোর্ট পাওয়া যাবে না। তাই রাতের আগে ভারতীয় ক্রিকেটারদের আমেরিকায় পৌঁছান সম্ভব নয়।"

চোট কাটিয়ে এই দুই ম্যাচে খেলতে পারেন রোহিত শর্মা। তৃতীয় টি২০ ম্যাচে ব্যাট করতে করতেই পিঠে চোট পান ভারতের অধিনায়ক। আর ব্যাট করতে নামতে পারেননি ভারত অধিনায়ক। বিসিসিআই জানিয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার পিঠে টান লাগায় তিনি মাঠের বাইরে চলে যেতে বাধ্য হয়েছেন। মেডিকেল টিম তাঁর পরীক্ষা করছে।' ম্যাচের পর যদিও অধিনায়ক রোহিত শর্মা তাঁর চোট নিয়ে তেমন কিছু বলেননি। তিনি বলেন, 'এখনও একটু ব্যথা রয়েছে। সিরিজের চতুর্থ ম্যাচের আগে আমাদের হাতে কিছুটা সময় রয়েছে। তাই এই চোট দ্রুত সেরে যাবে বলে আশা করছি।'' সূত্রের খবর ফিট রয়েছেন রোহিত। তাই বাকি দুই ম্যাচে তাঁর খেলতে কোনও বাধা থাকছে না। 

Advertisement

Advertisement