India Squad for T20 World Cup: ভারতীয় ড্রেসিং রুমে ধোনির কামব্যাক! দেখে নিন টিম ইন্ডিয়া

অবশেষে ঘোষিত হল ভারতীয় দল। আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় ক্রিকেট দল। এবার মরুদেশে হতে চলেছে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের জন্য প্রেস কনফারেন্স করে ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement
India Squad for T20 World Cup: ভারতীয় ড্রেসিং রুমে ধোনির কামব্যাক! দেখে নিন টিম ইন্ডিয়াভারতীয় দলে ধোনি মেন্টর, ক্যাপ্টেন কোহলি।
হাইলাইটস
  • অবশেষে ঘোষণা হল ভারতীয় দল
  • আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল
  • বিসিসিআই-র তরফে প্রেস কনফারেন্স করে ঘোষণা দল

অপেক্ষার অবসান! অবশেষে ঘোষিত হল ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রেস কনফারেন্স করে সরাসরি ঘোষণা করা হল ভারতীয় দলের। আগামী ১৭ অক্টোবর থেকে থেকে শুরু হচ্ছে আইসিসির টি২০ বিশ্বকাপ। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। এই বিশ্বকাপের জন্যই এবার দল ঘোষণা করল বিসিসিআই। চমক ভারতীয় দলে। তরুণ প্রতিভাদের সুযোগ। তবে সব থেকে বড় চমক ভারতীয় ড্রেসিং রুমে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ভারতীয় দলের মেন্টর হিসাবে নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রেস কনফারেন্স করলেন ভারতীয় দলের নির্বাচক চেতন শর্মা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। ভারতীয় দল অতীতে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কি বিরাট কোহলির অধিনায়কত্বে জয় পাবে ভারতীয় দল, সেটাই এখন দেখার।

বুধবার ভারতীয় ক্রিকেট দলের ন্যাশানাল সিলেক্টর চেতন শর্মা ও সিলেকশন কমিটির অন্যান্য় সদস্যরা শেষ বারের মতো বসেছিলেন বৈঠকে। টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্সে ছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। একই সঙ্গে সূত্রের খবর এই মিটিংয়ে ছিলেন সভাপতি সৌরভ ও সচিব জয় শাহও। সেখানেই চূড়ান্ত বিশ্বকাপের জন্য দল বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।


দেখে নিন কারা পেলেন সুযোগ! ভারতীয় দল বিশ্বকাপের জন্য-

১) বিরাট কোহলি (অধিনায়ক)
২) রোহিত শর্মা (সহ-অধিনায়ক)
৩) লোকেশ রাহুল
৪) সূর্যকুমার যাদব
৫) ঋষভ পন্থ
৬) ঈশাণ কিশান
৭) হার্দিক পান্ডিয়া
৮) রবীন্দ্র জাদেজা
৯) রাহুল চাহার
১০) অক্ষর প্যাটেল
১১) বরুণ চক্রবর্তী
১২) জসপ্রীত বুমরা
১৩) ভুবনেশ্বর কুমার
১৪) মহম্মদ শামি
১৫) রবিচন্দ্রন অশ্বিন

 

স্ট্যান্ড বাই- দীপক চাহার, শার্দুল ঠাকুর ও শ্রেয়স আইয়ার।

POST A COMMENT
Advertisement