Advertisement

IPL Final 2021, CSK vs KKR: ধোনির চালে কুপোকাৎ নাইটরা! চ্যাম্পিয়ন চেন্নাই

অনির্বাণ সিংহ রায় | দুবাই | 16 Oct 2021, 1:05 AM IST

IPL Final 2021 Scores | CSK vs KKR Live Scores Updates | Chennai Super Kings vs Kolkata Knight Riders | আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ধোনির অভিজ্ঞতাই ফের একবার বাজিমাৎ করল। কারণ রোমাঞ্চকর এক লড়াইয়ে মরগ্যানের কেকেআরকে হারিয়ে দিল মাহির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে চতুর্থ বার আইপিএল শিরোপা জিতল সিএসকে।

IPL Champion CSK | KKR vs CSK | ট্রফি জয়ের পর আনন্দে মজলেন ক্রিকেটাররা। ছবি- আইপিএলIPL Champion CSK | KKR vs CSK | ট্রফি জয়ের পর আনন্দে মজলেন ক্রিকেটাররা। ছবি- আইপিএল

highlights

      IPL Final 2021 Scores | CSK vs KKR Live Scores Updates | Chennai Super Kings vs Kolkata Knight Riders | আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি  হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ধোনির অভিজ্ঞতাই ফের একবার বাজিমাৎ করল। কারণ রোমাঞ্চকর এক লড়াইয়ে মরগ্যানের কেকেআরকে হারিয়ে দিল মাহির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে চতুর্থ বার আইপিএল শিরোপা জিতল সিএসকে।

      11:34 PM(4 years ago)

      আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, ধোনির কাছে হার নাইট রাইডার্সের

      Posted by :- anirban

      কার্যত লজ্জার হার হল নাইট রাইডার্সের। চেন্নাই সুপার কিংসের কাছে আইপিএল ফাইনালে হার নাইটদের। ২৭ রানে হারল শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। মহেন্দ্র সিং ধোনির মাইন্ড গেমের কাছে পরাজিত কলকাতার ফ্রাঞ্চাইজি।

       

       

      ২০ ওভারে ১৬৫ রানে ৯ উইকেট হারিয়ে শেষ হল কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। ধোনিরা জিতে নিল ২৭ রানে। শেষে ২০ রানে আউট হন শিভম মাভি। চেন্নাই সুপার কিংসের হয়ে ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ২টি করে উইকেট নেন হ্যাজেলউড ও জাদেজা। ১টি করে উইকেট পান ব্রাভো ও দীপক চাহার।

       

       

      11:25 PM(4 years ago)

      ৬ বলে ৩১ রান বাকি নাইট রাইডার্সের, জয়ের কাছে চেন্নাই

      Posted by :- anirban

      খেলছেন লকি ফার্গুসন ও শিভম মাভি। ৬ বলে ৩১ বাকি নাইট রাইডার্সের।

      11:18 PM(4 years ago)

      ১১ বলে ৪৭ রান চাই নাইটদের

      Posted by :- anirban

      দুরন্ত বোলিংয়ে কামব্যাক করল চেন্নাই। ১১ বলে ৪৭ রান চাই নাইটদের।

      11:08 PM(4 years ago)

      দীপক চাহারের দুরন্ত ক্যাচ। ৮ উইকেটের পতন নাইটদের

      Posted by :- anirban

      কার্যত হারের কাছাকাছি নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের কাছে ব্যাট হাতে কোনঠাসা নাইটরা। এবার ৮ উইকেট হারাল কেকেআর। আউট হলেন ৪ রানে ইয়ন মরগ্যান। বাউন্ডারির ধারে অনবদ্য ক্যাচ দীপক চাহারের। ২১ বলে নাইটদের চাই ৬৮ রান।

      Advertisement
      11:04 PM(4 years ago)

      ৭ উইকেট হারাল নাইটরা, আউট রাহুল ত্রিপাঠী

      Posted by :- anirban

      আউট হলেন রাহুল ত্রিপাঠী। ৭ উইকেট হারাল নাইট রাইডার্স। ধোনির মস্তিষ্কের জেরে চালকের আসনে চেন্নাই সুপার কিংস। ২৪ ববে ৬৮ রান বাকি নাইটদের।

       

       

      10:55 PM(4 years ago)

      আউট হলেন দীনেশ কার্তিক

      Posted by :- anirban

      রবীন্দ্র জাদেজার বলে আউট হলেন দীনেশ কার্তিক। ৯ রানে আউট হলেন তিনি। ১১৯ রানে ৫ উইকেট হারায় নাইটরা। তারপর শাকিব আল হাসানকে শূন্য রানে ফেরালেন জাদেজা। একই ওভারে দুই উইকেট চেন্নাইয়ের। এই ম্যাচে কার্যত চালকের আসনে চেন্নাই। ১৫ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ১২০ রানে ৬ উইকেট। ৪ উইকেট নিলেই জয় পাবে সিএসকে। অন্যদিকে, ৩০ বলে ৭৩ রান করতে হবে নাইটদের।

      10:49 PM(4 years ago)

      ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে কেকেআরের স্কোর ১১৭ রান

      Posted by :- anirban

      ১৪ ওভারের মধ্যে ৪ উইকেট হারাল নাইট রাইডার্স। ৫১ রানে আউট হলেন গিল, ৫০ রানে আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। শূন্য রানে ফেরেন নীতীশ রানা। ২ রানে আউট হন নারিন। ১৪ ওভার শেষে ১১৭ রানে ৪ উইকেট নাইটদের। বল হাতে চেন্নাইকে খেলায় ফেরালেন শার্দুল ঠাকুর।

      10:25 PM(4 years ago)

      ১০ ওভারে ৮৮ রান নাইট রাইডার্সের

      Posted by :- anirban

      ১০ ওভারে ৮৮ রান নাইট রাইডার্সের। এখনও একটিও উইকেট হারায়নি নাইটরা। উইকেট নিতে ব্যর্থ ধোনির দল।

      10:02 PM(4 years ago)

      প্রথম ৬ ওভারে ৫৫ রান নাইটদের

      Posted by :- anirban

      পাওয়ার প্লে-তে ভাল শুরু করল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ৬ ওভারে ৫৫ রান করল কলকাতা নাইট রাইডার্স। এখনও একটিও কলকাতার উইকেট নিতে পারেন চেন্নাই। ২২ রানে খেলছেন গিল ও ৩১ রানে অপরাজিত ভেঙ্কটেশ আইয়ার।

      Advertisement
      9:40 PM(4 years ago)

      প্রথম ২ ওভারে ১৫ রান নাইটদের

      Posted by :- anirban

      ব্যাট হাতে ভাল শুরু করল নাইটরা। প্রথম ২ ওভারে ১৫ রানে শূন্য উইকেট নাইটদের।

      9:21 PM(4 years ago)

      ২০ ওভারে ১৯২ রানে ৩ উইকেট হারিয়ে শেষ করল চেন্নাই সুপার কিংস

      Posted by :- anirban

      বল হাতে সেভাবে নজর কাড়তে পারল না কেকেআরের বোলাররা। ইনিংসের শেষে মাত্র ৩ উইকেট নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০ ওভার শেষে ১৯২ রানে ৩ উইকেট হারিয়ে শেষ হল চেন্নাইয়ের ইনিংস। শেষে মাভির বলে ৮৬ রানে দুরন্ত ইনিংস শেষ করে আউট হলেন ফাফ ডুপ্লেসিস। ৩৭ রানে অপরাজিত থাকলেন মইন আলি।

      কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২টি উইকেট নিলেন নারিন ও একটি উইকেট পেলেন শিভম মাভি। তাছাড়া কোনও বোলাররাই সেভাবে নিজেদের ভূমিকা পালন করতে পারেননি। ১৯৩ রান টার্গেট নাইটদের।

       

       

      9:10 PM(4 years ago)

      অনবদ্য ব্যাটিং চেন্নাইয়ের ১৯ ওভারে ১৮৫ রানে ২ উইকেট চেন্নাইয়ের

      Posted by :- anirban

      কলকাতার বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং চেন্নাইয়ের।

      9:04 PM(4 years ago)

      ১৮ ওভারে ১৭২ রানে ২ উইকেট চেন্নাইয়ের

      Posted by :- anirban

      ১৮ ওভার শেষে ১৭২ রানে ২ উইকেট সিএসকের। ৮০ রানে অপরাজিত ফাফ ডুপ্লেসিস। ২৩ রানে নটআউট মইন আলি।

      8:51 PM(4 years ago)

      ১৬ ওভারে ১৩৯ রানে ২ উইকেট চেন্নাইয়ের

      Posted by :- anirban

      ৬৮ রানে নটআউট চেন্নাইয়ের ফাফ ডুপ্লেসিস। আউট হয়েছেন উথাপ্পা ও ঋতুরাজ। ১৩৯ রানে ২ উইকেট সিএসকের।

      Advertisement
      8:39 PM(4 years ago)

      ১৩.৩ ওভারে আউট হলেন রবিন উথাপ্পা

      Posted by :- anirban

      দ্বিতীয় উইকেটের পতন চেন্নাই সুপার কিংসের। ১৩.৩ ওভারে আউট হলেন রবিন উথাপ্পা। ৩১ রানে নারিনের বলে আউট হন উথাপ্পা। ১৩.৩ ওভারে চেন্নাইয়ের স্কোর ১২৪ রানে ২ উইকেট।

      8:27 PM(4 years ago)

      ১১.৩ ওভারে ১০০ রান করল চেন্নাই সুপার কিংস

      Posted by :- anirban

      ১১.৩ ওভারে ১০০ রান করল চেন্নাই সুপার কিংস। হাফ সেঞ্চুরি ফাফ ডুপ্লেসিসের। ৩৬ বলে ৫৩ রান ফাফ ডুপ্লেসিসের।

       

       

      8:14 PM(4 years ago)

      প্রথম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস

      Posted by :- anirban

      আউট হলেন চেন্নাইয়ের ঋতুরাজ গায়েকওয়াড়। ২৭ বলে ৩২ রানে আউট হলেন গায়েকওয়াড়। কেকেআরের হয়ে প্রথম উইকেট নিলেন কেকেআরের সুনীল নারিন। ৯ ওভার শেষে ৬৫ রানে ১ উইকেট চেন্নাইয়ের।

      8:02 PM(4 years ago)

      প্রথম ৬ ওভারে ৫০ রান চেন্নাইয়ের, শেষ পাওয়ার প্লে

      Posted by :- anirban

      পাওয়ার প্লে- শেষে প্রথম ৬ ওভারে ৫০ রান করল চেন্নাই সুপার কিংস। প্রথম পাওয়ার প্লে-তে উইকেট নিতে ব্যর্থ কেকেআর।

       

       

      7:49 PM(4 years ago)

      ৪ ওভারে ৩৪ রান চেন্নাইয়ের

      Posted by :- anirban

      ব্যাট হাতে খেলছেন চেন্নাইয়ের দুই ওপেনার। ১৪ বলে ২৩ রান ঋতুরাজের, ডুপ্লেসিস খেলছেন ১০ রানে। ৪ ওভার শেষে ৩৪ রান চেন্নাইয়ের।

      Advertisement
      7:45 PM(4 years ago)

      ৩ ওভার শেষে শূন্য উইকেটে ২২ রান চেন্নাইয়ের

      Posted by :- anirban

      প্রথম ২ ওভারে ধীর গতিতে খেললেও তৃতীয় ওভারে কিছুটা হাত খুললেন চেন্নাই ওপেনাররা।

      Load More
      Advertisement