scorecardresearch
 

Kolkata Knight Riders: T20-তে রেকর্ড লিটনের, KKR-কে ভরসা দিচ্ছেন বাংলাদেশ ব্যাটার

আইপিএল-এর (IPL 2023) আগে দারুণ ছন্দে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ব্যাটার লিটন দাস (Litton Das)। বাংলাদেশের হয়ে আয়ারল্যান্ডের (Bangladesh vs Ireland) বিরুদ্ধে টি২০ ম্যাচে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন লিটন। টি২০ ক্রিকেটে দেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন তিনি। তাঁর ৪১ বলে ৮৩ রানের ইনিংসে ছিল ১০টি চার ও তিনটি বিশাল ছক্কা। 

Advertisement
লিটন দাস লিটন দাস
হাইলাইটস
  • রেকর্ড গড়লেন লিটন
  • ভরসা দিচ্ছেন বাংলাদেশের ব্যাটার

আইপিএল-এর (IPL 2023) আগে দারুণ ছন্দে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ব্যাটার লিটন দাস (Litton Das)। বাংলাদেশের হয়ে আয়ারল্যান্ডের (Bangladesh vs Ireland) বিরুদ্ধে টি২০ ম্যাচে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন লিটন। টি২০ ক্রিকেটে দেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন তিনি। তাঁর ৪১ বলে ৮৩ রানের ইনিংসে ছিল ১০টি চার ও তিনটি বিশাল ছক্কা। 

২০০৭ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আশরাফুল (Mohammad Ashraful)। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৭০তম ম্যাচে লিটন এদিন দশম ফিফটি হাঁকানোর পাশাপাশি ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। এর আগেও মিরপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ইনিংস খেলেন লিটন। ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। বুধবারের ম্যাচের আগে এটাই ছিল লিটনের সর্বোচ্চ রানের ইনিংস। 

আরও পড়ুন: IPL-এ কোন দল কবে নামছে খেলতে? রইল সম্পূর্ণ সূচি

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে লিটন আজ ৩৪তম হাফ সেঞ্চুরি করেন। টেস্ট আর ওয়ানডে মিলে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৮টি। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। রনি তালুকদারকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে রেকর্ড ১২৪ রান করেন লিটন।

আরও পড়ুন: দিল্লি দলে পন্তের পরিবর্ত এই বাঙালি উইকেটকিপার? জোর জল্পনা


আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL 2023)। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ঘরের মাঠে প্রথম খেলতে নামছে ৬ এপ্রিল, বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে (Royal Challengers Bangalore)। স্বভাবতই কেকেআর সমর্থকদের সেই চেনা উচ্ছ্বাস দেখা সময়ের অপেক্ষা। আবারও কলকাতা জুড়ে শুরু হবে সেই ক্রিকেট জ্বর। যদিও নাইটদের ভাবাচ্ছে একাধিক ক্রিকেটারের চোট। অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোটের জন্য গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন না। চোট রয়েছে কিউয়ি ক্রিকেটার লকি ফার্গুসনেরও। তবে পরে চোট কাটিয়ে তিনি ফিরতে পারেন। এই অবস্থায় লিটনের এমন ইনিংস কলকাতার দলকে উজ্জীবিত করবে বলেই আশা করা যায়। ৩১ মার্চের পর থেকে কলকাতা দলে যোগ দিতে পারেন  বাংলাদেশের ক্রিকেটাররা। 

Advertisement

      

Advertisement