Mohammed Shami: 'ব্যক্তিগত জীবনের ধাক্কাই...' শামির কামব্যাক নিয়ে মুখ খুললেন ছেলেবেলার কোচ

১ বছর চোটের জন্য মাঠের বাইরে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩ বিশ্বকাপের পর আর কোনও ম্যাচ খেলা হয়নি তাঁর। তবে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ফেরত এসেই সাত সাতটা উইকেট তাঁর ঝুলিতে। কীভাবে এমন সফল কামব্যাক করলেন ভারতের (Team India) অন্যতম সফল এই ফাস্ট বোলার? এ ব্যাপারে bangla.aajtak.in-এর সামনে মুখ খুললেন তাঁর ছেলেবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকি।

Advertisement
'ব্যক্তিগত জীবনের ধাক্কাই...' শামির কামব্যাক নিয়ে মুখ খুললেন ছেলেবেলার কোচmohammed Shami, badruddin siddique

১ বছর চোটের জন্য মাঠের বাইরে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩ বিশ্বকাপের পর আর কোনও ম্যাচ খেলা হয়নি তাঁর। তবে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ফেরত এসেই সাত সাতটা উইকেট তাঁর ঝুলিতে। কীভাবে এমন সফল কামব্যাক করলেন ভারতের (Team India) অন্যতম সফল এই ফাস্ট বোলার? এ ব্যাপারে bangla.aajtak.in-এর সামনে মুখ খুললেন তাঁর ছেলেবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকি।

যখন মাত্র ১৫ বছর বয়স তখন থেকেই বদরুদ্দিনের কাছে শামির প্রশিক্ষণ নেওয়া। এই ফিরে আসার লড়াইতেও শামিকে খুব কাছ থেকে দেখেছেন তাঁর কোচ। কঠিন সময় কীভাবে পার করতে হয়, নিজেকে শান্ত ও ফোকাসড থাকতে হয় সেটা শিখে নিয়েছেন শামি। এমনটাই দাবি বদরুদ্দিনের। তবে কীভাবে এত কিছু শিখলেন ভারতের এই স্পিডস্টার? বদরুদ্দিনের মতে, নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকেই এ সবটা শিখেছেন শামি। 

ব্যক্তিগত জীবনের ক্ষত বদলে দিয়েছে...

স্ত্রী হাসিন জাহানের সঙ্গে দাম্পত্য জীবন খুব সুখকর হয়নি। হাসিন ভারতীয় দলের পেসারের বিরুদ্ধে ধর্ষণ, ম্যাচ ফিক্সিং সহ বধূ নির্যাতনের অভিযোগ সামনে আনার পরেই ভেঙে পড়েন শামি। তাঁর ফর্মেও প্রভাব পড়ে। সেই সময়টাই তাঁকে বদলে দিয়েছে। বলে মনে করেন বদরুদ্দিন। বলেন, 'ওর ব্যক্তিগত জীবনের ওঠা পড়াই ওকে আলাদা করেছে। আরও শক্তিশালী করে তুলেছে। সেই কারণেই ও চোট কাটিয়ে ফিরেও দারুণ পারফর্ম করছে।' 

জেদ তাঁকে আলাদা করেছে...

বরাবর জেদ তাঁকে সকলের থেকে আলাদা করেছে বলে মনে করেন বদরুদ্দিন। তিনি বলেন, 'ও চোট পাওয়ার পরেও একটুও তাড়াহুড়ো করেনি। দ্রুত যে কোনও ভাবে ফেরত আসার চেষ্টা করেনি। আর সেটাই ওর প্লাস পয়েন্ট। পাশাপাশি ওর জেদটা একেবারে অন্য়রকম। আর সেটাই ওকে আলাদা করেছে। দেখে মনেই হচ্ছে না এক বছর পর বল করছে শামি। আগের মতোই ফিট দেখাচ্ছে ওকে।'  

'আরও তিন বছর খেলতে পারে শামি'

Advertisement

ফিটনেস ঠিক রাখতে পারলে আরও তিন বছর দাপটের সঙ্গে খেলতে পারেন শামি এমনটাই  দাবি তাঁর কোচের। বলেন, 'শামি শিল্পী। ওর বোলিংয়ের শিল্প কখনও কেউ কেড়ে নিতে পারবে না। মাঠে ফেরার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিল ও। যদি ফিটনেস ধরে রাখতে পারে তা হলে এখনও তিন বছর খেলবে বলে বিশ্বাস করি।'  

মধ্যপ্রদেশের দারুণ পারফর্ম করলেও এখনই ভারতীয় দলের দরজা খুলছে তাঁর জন্য। অস্ট্রেলিয়া সফরে তাঁকে নিয়ে যাওয়ার ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর ফিটনেসই চিন্তায় রাখছে মরকেলদের।    

POST A COMMENT
Advertisement