scorecardresearch
 

Piyali Basak: অক্সিজেন ছাড়াই মাকালু জয়, ফেরার পথে নিখোঁজ বাংলার পিয়ালী

বুধবারই মাকালু অভিযান সফল হয়েও সমস্যায় পড়তে হল পিয়ালী বসাককে (Piyali Basak)। সামিট শেষ করে নামার সময় তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনটাই জানানো হয়েছে, পর্বতারোহণ আয়োজক এজেন্সির পক্ষ থেকে। তাঁকে উদ্ধার করতে দলও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
পিয়ালী বসাক পিয়ালী বসাক

বুধবারই মাকালু অভিযান সফল হয়েও সমস্যায় পড়তে হল পিয়ালী বসাককে (Piyali Basak)। সামিট শেষ করে নামার সময় তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনটাই জানানো হয়েছে, পর্বতারোহণ আয়োজক এজেন্সির পক্ষ থেকে। তাঁকে উদ্ধার করতে দলও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত যা খবর, অক্সিজেন ছাড়াই মাকালু অভিযান সফল করেন পিয়ালী। শেষদিকে আবহাওয়া খারাপ থাকায় তাঁকে কৃত্রিম অক্সিজেনের সাহায্য নিতে হয়েছিল বলে জানা গিয়েছে। ছয় হাজার ফুট উঁচু এই শৃঙ্গে প্রথমবার নয়, এর আগেও ছয়বার এই শৃঙ্গ জয় করেছেন বাঙালি পর্বতারহী। তবে ফেরার সময় তিনি আটকে পড়েন। পিয়ালীর পাশাপাশি তাঁর সঙ্গে আটকে পড়েন তাঁর সঙ্গী এনগাংওয়া শেরপাও। পরে এনগাংওয়াকে উদ্ধার করা সম্ভব হলেও পিয়ালীকে নামানো যায়নি। কী অবস্থায় রয়েছেন তিনি তাও এখনও জানা যায়নি।গত ৯ মার্চ একসঙ্গে অন্নপূর্ণা এবং মাকালু– এই দুই শৃঙ্গ আরোহণের উদ্দেশে চন্দননগর থেকে বেরিয়েছিলেন পিয়ালী।


আরও পড়ুন: KKR-এর তিন স্পিনারকে ভয় পাচ্ছে LSG? ক্রুণাল পান্ডিয়া বললেন...


পিয়ালী বিশ্বাসের সঙ্গে সে দিনই সামিট শুরু করেছিলেন হিমাচলের তরুণী বলজিৎ কৌরেরও। তারপরেই শোনা গিয়েছিল, খোঁজ মিলছে না তাঁর। জানা গিয়েছিল তাঁর নাকি মৃত্যু হয়েছে। তবে কয়েক ঘণ্টা পরেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বলজিতকে। আবারও ফের একই রকম দুশ্চিন্তা ঘনিয়েছে, পিয়ালীকে নিয়ে। মাকালু শৃঙ্গ সামিট (Mount Makalu) করার পর থেকে খোঁজ মিলছে না তাঁর। অনুমান, বড় কোনও বিপদে পড়েছেন তিনি। উদ্ধারকারী দল পাঠানোরও বন্দোবস্ত করেছে পর্বতারোহণ আয়োজক এজেন্সি।

আরও পড়ুন: KKR-র বিরুদ্ধে মোহনবাগান জার্সিতে লখনউ, দেখুন কেমন লাগছে ক্রুণালদের

১৭ এপ্রিল অন্নপূর্ণা (৮০৯১ মিটার) সামিট করেন তিনি। তবে তার পরেই বাবার অসুস্থতার খবর পেয়ে মাকালু স্থগিত রেখে ফেরেন কলকাতায়। এর কয়েকদিন পরেই ২৭ এপ্রিল ফের অভিযান শুরু করেন পিয়ালী। একমাস পর ১৭ এপ্রিল মাকালু অভিযান সফল হয় তাঁর। তবে এরপরেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। এখনও নিরাপদে নামতে পারেননি তিনি। তবে এই ব্যাপারে পর্বতারোহণ আয়োজক সংস্থা কী জানায়, সেদিকেই নজর রয়েছে গোটা বাংলার।

Advertisement

Advertisement