scorecardresearch
 

East Bengal: নাইজেরিয়ান স্ট্রাইকারকেই আনছে ইস্টবেঙ্গল? ময়দানে কানাঘুষো

মেস রাফসানজান ক্লাবে এর আগে খেলেছেন গডউইন মেনশা। তবে গডউইন এর আগে ইন্ডিয়ান সুপার লিগে খেলেননি। তবুও ৮০টি গোল করে ফেলা গডউইনের উপরেই আস্থা রাখতে পারে ইস্টবেঙ্গল। ২০টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। ৩২ বছর বয়সী এই ফুটবলার স্ট্রাইকার ছাড়াও বিভিন্ন পজিশনে খেলতে পারেন। দলের প্রয়োজনে রাইট উইং ও দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন তিনি। 

Advertisement
গডউইন মেনসা গডউইন মেনসা
হাইলাইটস
  • আরও এক স্ট্রাইকারের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল
  • নাইজেরিয়ার স্ট্রাইকারকে সই করাতে পারে তারা

দল গঠনের কাজে জোরকদমে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। ডেশর্ন ব্রাউনের পর আরও এক বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা। ডেশর্ন ব্রাউনের ইস্টবেঙ্গলে আসার খবরে এখনও শিলমোহর পড়েনি। তার মধ্যেই শোনা যাচ্ছে, আরেক স্ট্রাইকার গডউইন মেনশাকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। স্পেনের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মাল্টা, গালফ প্রো লিগ, সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি।

মেস রাফসানজান ক্লাবে এর আগে খেলেছেন গডউইন মেনশা। তবে গডউইন এর আগে ইন্ডিয়ান সুপার লিগে খেলেননি। তবুও ৮০টি গোল করে ফেলা গডউইনের উপরেই আস্থা রাখতে পারে ইস্টবেঙ্গল। ২০টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। ৩২ বছর বয়সী এই ফুটবলার স্ট্রাইকার ছাড়াও বিভিন্ন পজিশনে খেলতে পারেন। দলের প্রয়োজনে রাইট উইং ও দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন তিনি। তবে তাঁকে নিতে চাইলে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে হতে পারে ইস্টবেঙ্গলকে।   

আরও পড়ুন: CFL ও ডুরান্ডে ইস্টবেঙ্গলের দায়িত্বে কেরলকে সন্তোষ দেওয়া কোচ?

এটিকে মোহনবাগানের মত দল গড়তে হবে। ইমামি কর্তাদের কাছে এমন আর্জি জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। ফুটবলার সই করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। ফলে ভাল স্বদেশি ফুটবলারদের নিতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। তাই ভাল মানের বিদেশি ফুটবলার সই করিয়ে সেই খামতি ঢাকার চেষ্টা করবে তারা। 

আরও পড়ুন: বিরাটকে বাদ দেওয়া উচিত? পন্টিং বললেন, 'আমি নির্বাচক হলে...'

সেই উদ্দেশ্যে বিদেশি ফুটবলারদের সঙ্গে কথাবার্তা বলছেন কর্তারা। সুত্রের খবর, ইতিমধ্যেই দুই বিদেশির সঙ্গে কথাবার্তা সেরে ফেলেছে ইস্টবেঙ্গল। আর এবার গডউইনের সঙ্গে যোগাযোগ শুরু করে দিল তারা। অন্যদিকে ইভান গঞ্জালেজও জানিয়ে দিয়েছেন তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে মুখিয়ে রয়েছেন।  ক্লাব কর্তারা চুক্তি সইয়ের ব্যাপারে সম্মতি দিতেই ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গল।

Advertisement

আরও পড়ুন: ভারত VS পাকিস্তান ম্যাচ শীঘ্রই? এশিয়া কাপ হতে পারে ভারতেই

১৬ আগস্ট ডুরান্ড কাপে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এই মরশুম শুরু করবে ইস্টবেঙ্গল। এবারের ডুরান্ডে লড়াই বেশ কঠিন লাল-হলুদের কাছে। কারণ, তাদের গ্রুপে এটিকে মোহনবাগান ছাড়াও রয়েছে মুম্বই সিটি এফসি-র মত দল।   
       

Advertisement