Urvashi rautela- Naseem shah: ঊর্বশীকে ইনস্টায় ফলো করেই আনফলো করলেন পাক ক্রিকেটার, কী ব্যাপার?

পাকিস্তানের ক্রিকেটার নাশিম শাহের সঙ্গে বলিউড অভিনেত্রী ঊর্বশীর সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলতে থাকে। এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের দিন মাঠে এসেছিলেন ঊর্বশী।

Advertisement
ঊর্বশীকে ইনস্টায় ফলো করেই আনফলো করলেন পাক ক্রিকেটার, কী ব্যাপার?নাশিম শাহ ও ঊর্বশী
হাইলাইটস
  • ভাইরাল হল স্ক্রিনশট
  • ফের ঊর্বশী-নাশিম বিতর্ক

আরও একবার আলোচনায় ঊর্বশী রাওতেলা (Urvashi Rautela) ও নাশিম শাহ (Naseem Shah)। ঊর্বশী না চাইলেও বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। ভারতীয় দলের (Team India) উইকেটকিপার ঋষভ পন্তের (Rishabh Pant) পর পাকিস্তানের ক্রিকেটার নাশিম শাহের সঙ্গে বলিউড অভিনেত্রী ঊর্বশীর সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলতে থাকে। এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের দিন মাঠে এসেছিলেন ঊর্বশী। তার পর থেকেই নাশিমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায়। 

ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করতে থাকেন ঊর্বশী ও নাশিম। এরপর থেকেই বিভিন্ন জল্পনা শুরু হয়ে যায়। তবে কি পাক ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল? এ নিয়ে প্রশ্ন করা হলে, নাশিম শাহ যদিও বলেন, 'কে ঊর্বশী, আমি তাঁকে চিনিই না।'

আরও পড়ুন: এশিয়া কাপে স্টেডিয়ামে কে এই রহস্যময়ী আফগান সুন্দরী? বলিউডে কাজে আগ্রহী

কিছুক্ষণের মধ্যেই ঊর্বশীকে আনফলো করেন নাশিম

নাশিমের ইনস্টাগ্রাম ফলোয়ারের তালিকার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে। সেখানে দেখা যাচ্ছে ঊর্বশীকে ফলো করছেন পাক ক্রিকেটার। এর কিছুক্ষণের মধ্যেই নাশিম ঊর্বশীকে আনফলো করে দেন। তবে স্ক্রিনশট নিয়ে নাসিমকে ট্রোল করতে থাকেন ব্যবহারকারীরা। 

আরও পড়ুন: ধোনির সমস্ত রেকর্ড ভাঙবেন রোমান রেইনস, দাবি WWE কিংবন্তির

ঊর্বশী নাসিমের ভিডিও শেয়ার করেছেন

আসলে ঊর্বশী একটি ভিডিও শেয়ার করার পরই গোটা বিতর্ক শুরু হয়েছে। ৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচ দেখতে এসেছিলেন ঊর্বশী। ম্যাচের পর ঊর্বশী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিমের একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে নাসিমকে মাঠে হাসতে দেখা গিয়েছে, ঊর্বশীকে তাঁর দিকে তাকিয়ে ব্লাশ করতেও দেখা গিয়েছে। এই ভিডিওটি আসলে ঊর্বশী রাউতেলার একটি ফ্যান পেজ তৈরি করেছে। ঊর্বশী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এটি শেয়ার করেছেন। ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম তৈরি হয়েছে। এর আগে ঊর্বশী ও ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের মধ্যে সম্পর্কের খবর সামনে এসেছিল। তবে সেই কথা নিজে থেকেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ঊর্বশী।        

Advertisement

POST A COMMENT
Advertisement