T20 world Cup 2022 India vs Pakistan: T20 বিশ্বকাপের ফাইনালে ভারত VS পাকিস্তান? যে অঙ্কে সম্ভব

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখনও টিকে রয়েছে পাকিস্তান (Pakistan)। অঙ্ক কঠিন হলেও সম্ভাবনা থাকছেই বৃহস্পতিবার (৩ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে দিয়েছে পাকিস্তান।

Advertisement
T20 বিশ্বকাপের ফাইনালে ভারত VS পাকিস্তান? যে অঙ্কে সম্ভববাবর আজম ও রোহিত শর্মা
হাইলাইটস
  • এখনও সেমিফাইনালে ওঠার সুযোগ পাকিস্তানের সামনে
  • ফাইনালে দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখনও টিকে রয়েছে পাকিস্তান (Pakistan)। অঙ্ক কঠিন হলেও সম্ভাবনা থাকছেই বৃহস্পতিবার (৩ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের এই জয়ের পর, নতুন সমীকরন তৈরি হয়েছে। ভারত ও পাকিস্তানকে ফাইনাল খেলতেও দেখা যেতে পারে।

শীর্ষে থাকতে পারে ভারত

জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে (Team India)। এই ম্যাচ জিতলে ভারতীয় দলের আট পয়েন্ট হবে। ফলে তারা তাদের গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে যাবে। ভারত-জিম্বাবোয়ে (India vs Zimbabwe) ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও সাত পয়েন্ট নিয়ে শেষ চারে উঠে যাবে ভারত। সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তান দলকে। একইসঙ্গে, প্রার্থনা করতে হবে যাতে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হেরে যায় বা সেই ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের মাঝে স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক মুডে সূর্যকুমার, PHOTOS

নেদারল্যান্ডস জিতলে আরও জমে যাবে

নেদারল্যান্ডস দল ম্যাচ জিতলে পাঁচ পয়েন্টেই থাকবে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাংলাদেশকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠে যাবে পাকিস্তান। কারণ দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের ৬ পয়েন্টে থাকবে। তবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার থেকে একটি ম্যাচ বেশি জিতে থাকবে। আইসিসির নিয়ম অনুসারে, দুই দলের পয়েন্ট সমান হলে জয়ের সংখ্যা প্রথমে বিবেচনা করা হবে। দলগুলো যদি সমানভাবে জিতে থাকে, তাহলেই নেট-রান রেট দেখে ঠিক করা হবে কারা সেমিফাইনালে যাবে।

আরও পড়ুন: বিরাটের 'ফেক ফিল্ডিং' নিয়ে উত্তাল, নিয়ম আসলে কী?

ভারত-পাকিস্তানের দারুণ লড়াই দেখা যেতে পারে

যদি সমীকরণ অনুযায়ী সবকিছু মিলে যায়, তাহলে ভারত ও পাকিস্তানের দল গ্রুপ-২ থেকে যথাক্রমে ১ নম্বর ও ২ নম্বরে থেকে সেমিফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়া সম্ভবত ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে। ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দল যদি তাদের সেমিফাইনাল ম্যাচ জিততে পারে, তাহলে ১৩ নভেম্বর ফাইনালে ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

Advertisement

২০০৭ সালের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল

এখন পর্যন্ত ভারত ও পাকিস্তান মাত্র একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে। জোহানেসবার্গে ২০০৭ টি২০ বিশ্বকাপে, টস জিতে প্রথমে ব্যাট করে। জোহানেসবার্গে খেলা ফাইনাল ম্যাচে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫/১৫৭ রান করেছিল। ভারতের হয়ে ৫৪ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গৌতম গম্ভীর। গম্ভীর ছাড়াও রোহিত শর্মা শেষ দিকে অপরাজিত ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

জবাবে ৭৭ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান দল। কিন্তু আবারও মিসবা-উল-হক (৪৩ রান) ভারতীয় বোলারদের শাসন করতে থাকেন। মিসবার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে পাকিস্তানকে শেষ চার বলে ছয় রান করতে হলেও, শেষ হাসি হাসে ভারতই। শ্রীশান্তের বলে ক্যাচ দিয়ে বসেন মিসবা। স্মরণীয় জয় এনে দেন যোগিন্দর শর্মা।

POST A COMMENT
Advertisement