Ranji Trophy Final 2023: ৩৩ বছর পর রঞ্জি জয়ের সামনে বাংলা, টিকিট ছড়াই দেখা যাবে মনোজদের ম্যাচ

চার বছরে দ্বিতীয়বার রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final 2023) বাংলা (Bengal Cricket Team)। গতবার সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা দল। সেই ম্যাচে হেরে ফিরতে হয়েছিল অরুণ লালের (Arun Lal) বাংলাকে। আর এবার সেই সেমি ফাইনালেই হারের প্রতিশোধ তুলে নিয়েছে লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) ছেলেরা। ৩৩ বছর পর আবারও বাংলার সামনে ট্রফি জয়ের হাতছানি। তাও আবার নিজেদের ঘরের মাঠ, ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। এই ম্যাচ ঘিরে তাই বিশেষ পরিকল্পনা সিএবি-র (CAB)।

Advertisement
৩৩ বছর পর রঞ্জি জয়ের সামনে বাংলা, টিকিট ছড়াই দেখা যাবে মনোজদের ম্যাচবাংলা দল (ফাইল চিত্র)
হাইলাইটস
  • আবারও রঞ্জির ফাইনালে ব্বাংলা দল
  • টিকিট ছাড়াই দেখা যাবে বাংলার ম্যাচ

চার বছরে দ্বিতীয়বার রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final 2023) বাংলা (Bengal Cricket Team)। গতবার সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা দল। সেই ম্যাচে হেরে ফিরতে হয়েছিল অরুণ লালের (Arun Lal) বাংলাকে। আর এবার সেই সেমি ফাইনালেই হারের প্রতিশোধ তুলে নিয়েছে লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) ছেলেরা। ৩৩ বছর পর আবারও বাংলার সামনে ট্রফি জয়ের হাতছানি। তাও আবার নিজেদের ঘরের মাঠ, ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। এই ম্যাচ ঘিরে তাই বিশেষ পরিকল্পনা সিএবি-র (CAB)।

ফাইনাল ম্যাচ দেখতে টিকিট লাগবে না
রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা মুখোমুখি হবে সৌরাষ্ট্রের (Bengal vs Saurashtra)। তিন বছর আগেও ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার সৌরাষ্ট্রের ঘরের মাঠে হেরে গিয়েছিলেন মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)। এবার ম্যাচ বাংলার ঘরের মাঠে। মনোজরা যাতে ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারেন, সেই কথা চিন্তা করেই দারুণ উদ্যোগ নিল সিএবি। বিনামূল্যে, টিকিট না কেটেই ইডেনে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। 

কী ভাবে ফ্রিতে ম্যাচ দেখা যাবে?
ইডেনের বি, সি, কে এবং এল ব্লকে বসে ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। কোনও টিকিট ছাড়াই ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সোমবার কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যবস্থা করে ফেলবে সিএবি। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফাইনাল। 

আরও পড়ুন: তিন বছর পর ফের রঞ্জির ফাইনালে বাংলা, বদলার ম্যাচ ইডেনে!

ঘরে বসে কীভাবে ম্যাচ দেখতে পারবেন?
টেলিভিশনে স্টার স্পোর্টসে দেখা যাবে বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখতে হলে, ডিজনি হটস্টারের সাবক্রিপশন নিতে হবে। তবেই দেখা যাবে ম্যাচ। বৃহস্পতিবার সকাল ন'টা থেকে দেখা যাবে এই ম্যাচ। 

আরও পড়ুন: বল বিকৃতিতে ছাড় জাদেজাকে, তবুও কেন শাস্তি হল জাড্ডুর?

Advertisement

উনাদকটকে ছেড়ে দিল ভারতীয় দল
সামনেই রঞ্জি ট্রফির ফাইনাল। আর সেই জন্যই ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া জয়দেব উনাদকটকে (Jaydev Unadkat)। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন জয়দেব উনাদকট। সৌরাষ্ট্র রঞ্জির ফাইনালে উঠে যাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। যদিও ভারতীয় দলে তৃতীয় টেস্টের আগে ডাক পড়তে পারে তাঁর। শেষবার সৌরাষ্ট্রের রঞ্জি জয়ী দলের সদস্য ছিলেন এই বাঁ-হাতি পেসার।   

POST A COMMENT
Advertisement