মোহনবাগানের পরবর্তী সভাপতি কে হতে পারেন? এ নিয়ে জল্পনা চলছে। নতুন কমিটি তৈরি হলেও এখনও সভাপতির নাম ঠিক করতে পারেননি ক্লাব কর্তারা। একাধিক নাম উঠে আসছে। তবে সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাইছেন না সবুজ-মেরুন কর্তারা। প্রথম কর্মসমিতির বৈঠকে এই বিষয় আলোচনা হয়েছিল। তবে সিদ্ধান্ত গ্রহন করা যায়নি। এই অবস্থায় দ্রুত এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন না কর্তারা।
সভাপতি হতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা
ছোট থেকেই মোহনবাগান সমর্থক বলে দাবি করেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। সমর্থকদের একাংশের দাবি মেনে মোহনবাগানের আগে এটিকে নামটা সরাতে চাইছেন সবুজ মেরুন কর্তারা। সেক্ষেত্রে সভাপতির পদে তাঁকে বসাতে পারলে এই কাজটা কিছুটা সহজ হতে পারে কর্তাদের পক্ষে। এটিকে নাম সরাতে পারলে খুশি হবেন সমর্থকরাও। ফলে সদ্য সমাপ্ত মোহনবাগানের কার্যকরী কমিটি নির্বাচন নিয়ে ওঠা নানা বিতর্কও থামান যাবে।
প্রাক্তন ফুটবলারদের কেউ সভাপতি হতে পারেন
সভাপতি হওয়ার ক্ষেত্রে উঠে আসছে সুব্রত ভট্টাচার্যের নামও। তবে এক মরশুম ইস্টবেঙ্গলে কোচিং করানোয় অনেকেই আপত্তি করতে পারেন। তবে মোহনবাগানের ঘরের ছেলে বলেই পরিচিত সুব্রতকে নিয়ে আলোচনা হচ্ছে।
আরও পড়ুন: ১৪ বলে ৫০ করে গড়লেন রেকর্ড করলেন কামিন্স, জেতালেন KKR-কে
আরও পড়ুন: Ronaldo বা Messi নন, রোহিতের পছন্দের ফুটবলার কে জানেন?
উঠে আসছে টুটু বসুর নামও। প্রথম বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টুটু বসুকে সভাপতি করা নিয়ে সচিব দেবাশিস বলেন, ''টুটু বসু সবসময় আমাদের মাথার উপর রয়েছেন।''