scorecardresearch
 

Subhman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ ব্যাটিং, বাবরকে ছুঁলেন গিল

স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ওপেনার শুভমন গিল (Subhman Gill)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দারুণ ফর্মে ছিলেন গিল। প্রথম একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করার পর তৃতীয় একদিনের ম্যাচেও সেঞ্চুরি করেছেন ভারতের তারকা ব্যাটার। এই বছরের একদিনের বিশ্বকাপের আগে তাঁর ফর্ম স্বস্তি দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। পাশাপাশি তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তান (Pakistan) অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) ছুঁয়ে ফেলেছেন গিল। 

Advertisement
বাবর আজম ও শুভমন গিল বাবর আজম ও শুভমন গিল
হাইলাইটস
  • বাবর আজমের রেকর্ড ছুঁলেন গিল
  • তিন ম্যাচের একদিনের সিরিজে সবচেয়ে বেশিরান করার রেকর্ড

স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ওপেনার শুভমন গিল (Subhman Gill)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দারুণ ফর্মে ছিলেন গিল। প্রথম একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করার পর তৃতীয় একদিনের ম্যাচেও সেঞ্চুরি করেছেন ভারতের তারকা ব্যাটার। এই বছরের একদিনের বিশ্বকাপের আগে তাঁর ফর্ম স্বস্তি দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। পাশাপাশি তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তান (Pakistan) অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) ছুঁয়ে ফেলেছেন গিল। 

কিউয়িদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ২০৮ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৪০ রান করে অপরাজিত থাকেন ভারতের ওপেনার। তৃতীয় ম্যাচে ফের সেঞ্চুরি করেন গিল। ১১২ রানের ইনিংস খেলেন তিনি। অর্থাৎ এই সিরিজের ৩ ম্যাচে মোট ৩৬০ রান করেন গিল। তাঁর গড় ছিল ১৮০। ২টি সেঞ্চুরির পাশাপাশি গোটা সিরিজে ৩৮টি চার ও ১৪টি ছক্কা মেরেছেন ভারতের নয়া রান মেশিন। ৩ ম্যাচের একদিনের সিরিজে সর্বোচ্চ রানের হিসেবে বাবর আজমের রেকর্ড স্পর্শ করেছেন গিল। 

আরও পড়ুন: ICC র‍্যাঙ্কিংয়ে ঝড় তুলল ভারত, সবাইকে পেছনে ফেলে উঠলেন শীর্ষে সিরাজ

মঙ্গলবার ইন্দোরে কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে ফেললেন তরুণ ওপেনার। মাত্র ৭৮ বলে ১১২ রানের ইনিংস খেলে আউট হন শুভমন। ১৩টি চার ও ৫টি ছক্কায় সাজান তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ১৪৩।

আরও পড়ুন: 'শত্রুরা বিপদে পড়লে...' খোরপোষ আদায় করে খোঁচা হাসিনের?

শুধু নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) বড় রান করাই নয়, শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজেও সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল। এর আগে ২০২২ সালে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধেও দারুণ শতরান করেন ভারতের ওপেনার। এখনও অবধি ভারতের হয়ে ২১টি ম্যাচ খেলেছেন গিল। করেছেন ১২৫৪ রান। তাঁর গড় ৭৩.৭৬। যার মধ্যে রয়েছে ৪টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি। 

Advertisement

তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক রান
৩৬০- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাবর আজম, ২০১৬ 
৩৬০- নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুভমন গিল, ২০২৩ 
৩৪৯- জিম্বাবোয়ের বিরুদ্ধে ইমরুল কায়েস, ২০১৮

Advertisement