Sunil Gavaskar: ৩৩ বছর পর মুম্বইয়ের জমি ফেরত দিলেন সুনীল গাভাস্কার

রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, গাভাস্কার প্লটটি মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (MHADA)-কে ফেরত দিয়েছেন। আওহাদ আরও নিশ্চিত করেছেন যে গাভাস্কার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে জানিয়েছিলেন যে তিনি কয়েক বছর আগে বান্দ্রায় তাঁকে দেওয়া প্লটে ক্রিকেট একাডেমি স্থাপন করতে পারেননি। 

Advertisement
Sunil Gavaskar: ৩৩ বছর পর মুম্বইয়ের জমি ফেরত দিলেন সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কার
হাইলাইটস
  • তিন দশক পর জমি ফেরত দিলেন সুনীল গাভাস্কার
  • ক্রিকেট অ্যাকাডেমি নির্মাণের জন্য জমি নেওয়া হয়েছিল

ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) ৩৩ বছর আগে মুম্বইতে একটি ক্রিকেট অ্যাকাডেমি স্থাপনের জন্য বরাদ্দ করা একটি সরকারি প্লট ফিরিয়ে দিয়েছেন। মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী জিতেন্দ্র আওহাদ গত বছর শহরতলির বান্দ্রা এলাকায় গাভাস্কারকে বরাদ্দ করা প্লট ব্যবহার না করায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। এই প্লটে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার কথা থাকলেও তিন দশক পেরিয়ে গেলেও তা হতে পারেনি। 

রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, গাভাস্কার প্লটটি মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (MHADA)-কে ফেরত দিয়েছেন। আওহাদ আরও নিশ্চিত করেছেন যে গাভাস্কার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে জানিয়েছিলেন যে তিনি কয়েক বছর আগে বান্দ্রায় তাঁকে দেওয়া প্লটে ক্রিকেট একাডেমি স্থাপন করতে পারেননি। 

এর আগে, গাভাস্কার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে অ্যাকাডেমি স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তা বাস্তবায়ন করা যায়নি। MHADA গাভাস্কারকে প্লট ফেরত দেওয়ার অনুরোধ করেছিল।

সুনীল গাভাস্কারকে শুধুমাত্র ভারতে নয় বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে গণ্য করা হয়। সুনীল গাভাস্কার ভারতের হয়ে ১২৫টি টেস্ট ম্যাচ খেলে ১০১২২ রান করেছেন। সুনীল গাভাস্কারের ৩৪টি টেস্ট সেঞ্চুরি রয়েছে, যা দীর্ঘ সময়ের জন্য একটি রেকর্ড অক্ষুণ্ণ ছিল। 

আরও পড়ুন: একাধিক রেকর্ডের সামনে ধোনি, RCB-র বিরুদ্ধে হবে সেই রেকর্ড?

আরও পড়ুন: প্লে অফের লড়াই জমাল PBKS, রাস্তা কঠিন KKR-এর

সুনীল গাভাস্কারও ১০৮টি ওডিআই খেলেছেন, যদিও তিনি টেস্ট ক্রিকেটের মতো সফল ছিলেন না। সুনীল গাভাস্কার ওয়ানডেতে ৩৫.১৩ গড়ে ৩০৯২ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে মাত্র একটি সেঞ্চুরি রয়েছে তাঁর। 

 

POST A COMMENT
Advertisement