scorecardresearch
 

RCB vs LSG, IPL Playoffs: ইডেনেই শেষবার ১০০ করেন বিরাট, ফের দেখা যাবে বিরাট শো?

শেষবার লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলতে নেমে দুশমন্ত চামিরার প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয়েছিল বিরাটকে। তাই এবার তার জবাব দিতে তৈরি থাকবেন তিনি। চামিরার পাশাপাশি বিরাটদের জন্য বড় কাঁটা হয়ে উঠতে পারেন ফর্মে তাহাকা মহসিন খান। কিছুটা বাইরের দিকে বল সুইং করানোর প্রবনতা রয়েছে তাঁর। আর সেই কারণেই মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাসের মাঠে সেই রকম বলেই অনুশীলন করতে দেখা গেল বিরাটকে। সুইং সামাল দিতে স্টেপ আউট করে খেলতে দেখা যায় তাঁকে। ইডেনেও মহসিনের বিরুদ্ধে প্রথম ছয় ওভারের পাওয়ার প্লেতে এমনটা করতে দেখা যেতে পারে তাঁকে। 

Advertisement
বিরাট কোহলি বিরাট কোহলি
হাইলাইটস
  • ফর্মে ফিরছেন বিরাট
  • ব্যর্থতা কাটিয়ে বড় রান করতে পারেন তিনি

এবারের আইপিএল-এ একেবারেই ছন্দে ছিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। ১৪ ম্যাচে ৩০৬ রান করেছেন আরসিবি-র (Royal Challengers Bangalore) প্রাক্তন অধিনায়ক। গড় মাত্র ২৩.৭৭। তবে লিগের একেবারে শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে করেন ৭৩ রান। আর এটাই বিরাটের ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতিবার ইডেনে (Eden Gardens) ৪৭ হাজার দর্শকের সামনে ব্যাট করতে নামবেন বিরাট। এই ম্যাচটা তাঁদের জিততেই হবে। 

গোটা আইপিএল কেরিয়ারে বিরাটের ধারেকাছে কেউ নেই। এখনও অবধি ২২১টি ম্যাচে ৬৫৯২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ রান ১১৩। পাঁচটা শতরানের পাশাপাশি রয়েছে ৪৪টা অর্ধ শতরান। স্ট্রাইক রেট ১২৯.৩৩।

শেষবার লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলতে নেমে দুশমন্ত চামিরার প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয়েছিল বিরাটকে। তাই এবার তার জবাব দিতে তৈরি থাকবেন তিনি। চামিরার পাশাপাশি বিরাটদের জন্য বড় কাঁটা হয়ে উঠতে পারেন ফর্মে তাহাকা মহসিন খান। কিছুটা বাইরের দিকে বল সুইং করানোর প্রবনতা রয়েছে তাঁর। আর সেই কারণেই মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাসের মাঠে সেই রকম বলেই অনুশীলন করতে দেখা গেল বিরাটকে। সুইং সামাল দিতে স্টেপ আউট করে খেলতে দেখা যায় তাঁকে। ইডেনেও মহসিনের বিরুদ্ধে প্রথম ছয় ওভারের পাওয়ার প্লেতে এমনটা করতে দেখা যেতে পারে তাঁকে। 

আরও পড়ুন: গোলাপি-বেগুনি-নীলে সেজেছিল ইডেন, কত দর্শক এসেছিল জানেন? PHOTOS

আরও পড়ুন: শেষ ওভারে ড্রামা, RR ইনিংসের শেষ বলে ২ উইকেট, ৫ রান! কীাভাবে?

অনুশীলনে ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকাশ দীপদের বলে বড় শট খেলতে দেখা গিয়েছে বিরাটকে। বুধবার ইডেনেও একই ছন্দে কোহলিকে দেখতে পেলে দারুণ খুশি হবে দর্শকরা। বিরাট কোহলি ইডেনে বরাবরই বেশ সফল। তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল এই মাঠেই। শেষবারের সেঞ্চুরিও ইডেনেই। বাংলাদেশের বিরুদ্ধে ডে নাইট টেস্টে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ৫০ করেছিলেন তিনি। আজ কি ফের ঝলসে উঠবে তাঁর ব্যাট? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।      

Advertisement

Advertisement