Wriddhiman Saha Issue: ঋদ্ধিমান সাহার ঘটনায় পদক্ষেপ করল বিসিসিআই। শুক্রবার গড়া হয়েছে এক তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটিতে রয়েছেন ৩ জন। সেখানে রয়েছেন রাজীব শুক্লা, অরুণ ধুমাল এবং প্রভতেজ সিং।
খতিয়ে দেখা হবে
অভিযোগ উঠেছে, এই সাংবাদিক তাঁকে কিছু মেসেজ পাঠিয়েছিলেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর পাশাপাশি অভ্যন্তরীণ বিষয় বাইরে বলা হয়েছে। তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে।
ঋদ্ধিমানকে নিয়ে চর্চা
উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা শিরোনামে রয়েছেন। দল থেকে বাদ পড়ার পরে তিনি প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সমালোচনা করেছিলেন। একইসঙ্গে একজন নামকরা সাংবাদিক তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে এই অভিজ্ঞ খেলোয়াড়ের বিরুদ্ধে।
1/3- I was hurt and offended. I thought not to tolerate such kind of behaviour and didn’t want anyone to go through these kind of bullying. I decided I will go out and expose the chat in public eye, but not his/her name
— Wriddhiman Saha (@Wriddhipops) February 22, 2022
টুইট করেন তিনি
হুমকি বিতর্কের পর তিনি মোটের ওপর চুপ ছিলেন। তখন একের পর এক টানা তিনটি টুইট করেছেন সাহা। তিনি লিখেছিলেন, "আমি আহত এবং ব্যথিত হয়েছি। আমি ভেবেছিলাম এই ধরণের আচরণ সহ্য করা উচিত নয়। এবং আমি চাই না যে কেউ এই ধরনের ঝামেলার মধ্য দিয়ে যাক। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি চ্যাটটি জনসাধারণের সামনে আনব, তবে তাঁর নাম প্রকাশ করব না।"
সাহা বলেন, 'আমার স্বভাব এমন নয় যে কার ক্যারিয়ারের ক্ষতি করার সীমা অতিক্রম করব। তাই মানবিক কারণে তাঁর পরিবারের কথা বিবেচনা করে এই মুহূর্তে নাম প্রকাশ করছি না। তবে এমন পুনরাবৃত্তি ঘটলে আমি পিছিয়ে থাকব না।
সাহা বলেছেন, 'যাঁরা তাঁদের সমর্থন দেখিয়েছেন এবং সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন, আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।
2/3- My nature isnt such that I will harm anyone to the extent of ending someone’s career. So on grounds of humanity looking at his/her family, I am not exposing the name for the time being. But if any such repetition happens, I will not hold back.
— Wriddhiman Saha (@Wriddhipops) February 22, 2022
হুমকি বিতর্ক কি?
টেস্ট দল থেকে বাদ পড়ার কয়েক ঘণ্টা পর সাহা টুইটারে তাঁর হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন। সাহা লিখেছিলেন, 'ভারতীয় ক্রিকেটে আমার সমস্ত অবদানের পরেও... একজন তথাকথিত সম্মানিত সাংবাদিকের কাছ থেকে আমাকে এটি মোকাবিলা করতে হবে! কোথায় গেল সাংবাদিকতা?
3/3- I thank each and everyone who has shown support and extended their willingness to help. My gratitude.
— Wriddhiman Saha (@Wriddhipops) February 22, 2022
সাংবাদিকের স্ক্রিনশট
শেয়ার করা স্ক্রিনশটে লেখা ছিল, আমার সাক্ষাৎকার নেবেন। আপনি যদি গণতান্ত্রিক হতে চান, তাহলে আমি চাপ দিই না। তাঁরা শুধুমাত্র একজন উইকেটরক্ষক বেছে নিয়েছে। কে সর্বোত্তম আপনি ১১ জন সাংবাদিক নির্বাচন করার চেষ্টা করেছেন, যা আমার মতে ঠিক নয়। যাঁরা সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন, তাঁদের বেছে নিন। তুমি ডাকলে না। আমি আর কখনও আপনার সাক্ষাৎকার নেব না এবং আমি এটি সব সময় মনে রাখব।
আরও পড়ুন: ফেল মারবে ফিল্মি কায়দাও, পড়শিদের ঘরে তালা মেরে পর পর চুরি! বিস্মিত পুলিশও
আরও পড়ুন: একজন ছাত্র একটি করে গাছের অভিভাবক! হিঙ্গলগঞ্জে সবুজের অভিযান