কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের ঝুলিতে এল তৃতীয় স্বর্ণ পদক। পুরুষদের ৭৩ কেজি বিভাগে হাওড়ার নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ভারোত্তোলক অচিন্ত্য শিউলি সোনার পদক জেতেন। অচিন্ত্য স্ন্যাচ বিভাগে ১৪৩ কেজি ওজন তুলেছেন। পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১৭০ কেজি ওজন তোলেন। মোট ৩১৩ কেজি ওজন তুলে দেশের এক নয়া ইতিহাস গড়েন। তাঁর সাফল্য স্বভাবতই খুশি কোচ থেকে তাঁর বাড়ির লোকজন পাড়া প্রতিবেশি। কী বলছেন তারা শুনুন।
Howrah Boy Achinta Sheuli wins Gold Medal in Men's weightlifting at Commonwealth Games 2022