হায়দরাবাদের বিরুদ্ধে চার ফুটবলার নেই। তবুও আশা দেখছে খুদে ফ্যান রাজঋষি। আন্তনিও লোপেজ হাবাসের জায়গায় ওই যেন কোচের ভূমিকায় কী বলল মোহনবাগানের এই \'পাগল\' সমর্থক? ডার্বির দিন একটা মন্ত্র বিড়বিড় করছিল রাজঋষি কী সেই মন্ত্র যা মোহনবাগানকে বিপদ থেকে বাঁচায়?