scorecardresearch
 
Advertisement
টেক

Jio Vs Airtel Vs VI: ৫০০ টাকার নীচে চোখ ধাঁধানো সব প্ল্যান

Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plans one
  • 1/10

Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plan: Airtel, Jio এবং Vi 500 টাকার নীচে বেশ কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান অফার করছে। কিছু প্ল্যান শুধুমাত্র সীমাহীন সুবিধাই দেয় না, OTT সাবস্ক্রিপশনে বিনামূল্যে অ্যাক্সেসও দেয়। তাদের মধ্যে কয়েকটি হল ডিজনি + হটস্টার সাবস্ক্রিপশন বা অ্যামাজনের প্রাইম মোবাইলের সঙ্গে আনলিমিটেড কল এবং ডেইলি ডেটা অফার। আপনি যদি 500 টাকার নীচে সেরা প্রিপেইড রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাহলে আরও জানতে পড়তে থাকুন।

আরও পড়ুন: কোনও নদী না পেরিয়ে আপনি ঠিক কতদূর হেঁটে যেতে পারেন?

Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plans two
  • 2/10

Jio 299 টাকা, 419 টাকা, 259 টাকা প্রিপেড রিচার্জ প্ল্যান
Reliance Jio-এর একটি 299 টাকার প্রিপেইড প্ল্যান রয়েছে। যা যে কোনও নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100টি SMS পাঠাতে পারবেন। এটা 2GB দৈনিক ডেটাও দেয়। তাই ব্যবহারকারীরা মাসিক ভিত্তিতে 56GB ডেটা পান। প্ল্যানটি 28 দিনের বৈধতার। যাঁরা দৈনিক ভিত্তিতে 2GB ডেটা চান, তাঁদের জন্য এটি সেরা প্ল্যান।

আরও পড়ুন: Home Loan নেবেন? তৈরি রাখুন এই কাগজপত্র, কাজ হবে জলদি

Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plans three
  • 3/10

আপনি যদি মনে করেন যে 2GB যথেষ্ট হবে না, তাহলে আপনি 419 টাকার Jio প্রিপেইড প্ল্যানের কথা ভাবতে পারেন। কারণ এতে প্রতিদিন 3GB ডেটা থাকে। এছাড়াও গ্রাহকরা 28 দিনের জন্য আনমিলিটেড কল এবং প্রতিদিন 100টি SMS পান।

Advertisement
Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plans four
  • 4/10

যদি আপনার বাজেট এর থেকে কম হয় এবং আপনি মনে করেন যে আপনার জন্য 1.5GB যথেষ্ট হবে, তখন আপনি 259 টাকার রিচার্জ প্ল্যান কেনার কথা বিবেচনা করতে পারেন। যা পুরো এক মাসের জন্য বৈধ থাকবে। 

Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plans five
  • 5/10

এর মানে হল যে আপনি যদি আপনার ফোন নম্বর 5 মার্চ রিচার্জ করেন, তাহলে 5 এপ্রিল প্ল্যানের মেয়াদ শেষ হয়ে যাবে। এই প্ল্যানটিতে সীমাহীন কল, দৈনিক 1.5GB ডেটা এবং প্রতিদিন 100 SMS পাবেন।

আরও পড়ুন: গ্রাহক বন্ধ করলেও চালু থাকে Google Location Sharing? চাঞ্চল্যকর অভিযোগ

Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plans six
  • 6/10

যাঁরা Disney+ Hotstar সাবস্ক্রিপশন চান, তাঁরা 499 টাকার Jio প্রিপেইড রিচার্জ প্ল্যান কিনতে পারেন। যা প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100টি SMS এবং 28 দিনের মেয়াদ সহ সীমাহীন কল অফার করে।

Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plans seven
  • 7/10

Airtel Rs 349, Rs 499 প্রিপেড রিচার্জ প্ল্যান
Airtel একটি 349 টাকার প্রিপেইড প্ল্যান অফার করছে। যা প্রতিদিন 2GB ডেটা, সীমাহীন কল, প্রতিদিন 100 SMS তো দিচ্ছেই। এর পাশাপাশি Amazon Prime Mobile Edition-এ বিনামূল্যে অ্যাক্সেস এবং FASTag-এ 100 টাকার ক্যাশব্যাক দেবে। 

Advertisement
Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plans eight
  • 8/10

এছাড়াও রয়েছে 499 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে। যা Disney+ Hotstar সাবস্ক্রিপশন, দৈনিক 2GB ডেটা, সীমাহীন কল, 100 SMS এবং আরও অনেক কিছুর সঙ্গে আসে। এই দুটি প্ল্যানই 28 দিনের বৈধতার।

Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plans nine
  • 9/10

Vi Rs 499, Rs 359 প্রিপেড রিচার্জ প্ল্যান
Vodafone idea (Vi) এয়ারটেলের মতোই প্রিপেইড প্ল্যান রয়েছে। এই টেলিকম অপারেটরের একটা 349 টাকার প্রিপেড প্যাক রয়েছে। যাতে 28 দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা, সীমাহীন কল এবং 100টি SMS রয়েছে৷ এছাড়াও গ্রাহকরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই প্রতি মাসে 2GB পর্যন্ত ব্যাকআপ ডেটা পান এবং এটি কোম্পানির ViApp-এর মাধ্যমে দাবি করা যেতে পারে। প্ল্যানটি সীমা ছাড়াই নাইট ডেটা সাপোর্ট করে। যা 12:00AM থেকে 6:00AM পর্যন্ত প্রযোজ্য। 

Jio Vs Airtel Vs VI or Vodafone Prepaid Recharge Plans ten
  • 10/10

এটি সপ্তাহান্তে ডেটা রোলওভার সুবিধাও দেয়। এছাড়াও একটি 499 Vi প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে যা ওপরে উল্লিখিত সমস্ত সুবিধা। সেইসঙ্গে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন মিলবে এক বছরের জন্য।

Advertisement