Google Location Sharing Feature: ফিচার (Google Location Sharing) বন্ধ করা থাকলেও পরিষেবা ব্য়বহারকারীর লোকেশন শেয়ার করছে গুগল (Google)। দুনিয়ার প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। এ ব্য়াপারে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ভুল মানল সিবিএসই, দশম শ্রেণিতে বিতর্কিত প্রশ্নটিতে দেওয়া হবে ফুল মার্কস
আমেরিকার ৩টি প্রদেশের ৪ জন অ্যাটর্নি জেনারেল এই মামলা দায়ের করেছেন। তাঁদের নেতৃত্বে রয়েছেন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্ল এ রেকিন (ডি)।
আরও পড়ুন: জোয়ার-বাজরা-রাগি দিয়ে কেক, সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যকরও, কীভাবে বানাবেন?
মামলায় দাবি করা হয়েছে, কীভাবে লোকেশন (Google Location Sharing) ট্র্যাক করা হয়, সে ব্য়াপারে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
আরও পড়ুন: পোকায় খেল ২ কোটি বই, মাথায় হাত পাঠাগার দফতরের, ব্যথিত বইপ্রেমীরা
একইসঙ্গে গ্রাহকদের প্রাইভেসির সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আরও পড়ুন: 'কী দেখাচ্ছেন?' Urfi Javed লেদার প্যান্টস-ব্রা পরে ফের ট্রোলড
আরও অভিযোগ রয়েছে। যেমন গ্রাহকদের কোন কোন তথ্য গুগল জানতে পারছে, তা গ্রাহক জানায় ওই সংস্থা, এমনই আশ্বাস দেওয়া হয়।
আরও পড়ুন: ঘরে চাল-ডাল শেষের মুখে, ভাল নেই রাণু মণ্ডল, দুঃখ ভুলতে গাইলেন 'কাঁচা বাদাম'...
এর পাশাপাশি ওই সংস্থা গ্রাহকদের এটাও আশ্বাস দেয় যে তাঁদের কোন কোন তথ্য কাজে লাগানো হচ্ছে।
আরও পড়ুন: কার্শিয়াংয়ের কাছেই রূপসী রোহিণী, ঝুপ করে ঘুরে আসুন
দাবি করা হয়েছে, যাঁরা গুগল (Google) ব্যবহার করেন, তাঁরা গুগলকে তথ্য সংগ্রহ, স্টোর করা এবং তাঁদের লোকেশন থেকে লাভ নেওয়া থেকে আটকাতে পারেন না।
সেখানে আরও দাবি করা হয়েছে, নিজেদের ব্যবসা আরও বাড়াতে গ্রাহকদের ব্যক্তিগত ডেটা ব্যবহার করে গুগল (Google)।
ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্ল এ রেকিন এক বিবৃতিতে গুগুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
তিনি দাবি করেছেন, নিজেদের অ্যাকাউন্ট এবং ডিভাইস বদলালে গ্রাহক নিজেদের প্রাইভেসি সুরক্ষিত রাখতে পারবেন। এবং নিজেদের ব্যক্তিগত ডেটা সংস্থা জানতে পারবে, তা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এমনই বোঝানো হয়। যা ঠিক নয়। গুগল (Google)-এর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে। তা হল লোকেশন ডেটা শেয়ার করে আর্থিক লাভ পায় তারা।