scorecardresearch
 
Advertisement
টেক

গ্রাহক বন্ধ করলেও চালু থাকে Google Location Sharing? চাঞ্চল্যকর অভিযোগ

Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same one
  • 1/12

Google Location Sharing Feature: ফিচার (Google Location Sharing) বন্ধ করা থাকলেও পরিষেবা ব্য়বহারকারীর লোকেশন শেয়ার করছে গুগল (Google)। দুনিয়ার প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। এ ব্য়াপারে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ভুল মানল সিবিএসই, দশম শ্রেণিতে বিতর্কিত প্রশ্নটিতে দেওয়া হবে ফুল মার্কস

Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same two
  • 2/12

আমেরিকার ৩টি প্রদেশের ৪ জন অ্যাটর্নি জেনারেল এই মামলা দায়ের করেছেন। তাঁদের নেতৃত্বে রয়েছেন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্ল এ রেকিন (ডি)। 

আরও পড়ুন: জোয়ার-বাজরা-রাগি দিয়ে কেক, সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যকরও, কীভাবে বানাবেন?

Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same three
  • 3/12

মামলায় দাবি করা হয়েছে, কীভাবে লোকেশন (Google Location Sharing) ট্র্যাক করা হয়, সে ব্য়াপারে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। 

আরও পড়ুন: পোকায় খেল ২ কোটি বই, মাথায় হাত পাঠাগার দফতরের, ব্যথিত বইপ্রেমীরা

Advertisement
Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same four
  • 4/12

একইসঙ্গে গ্রাহকদের প্রাইভেসির সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। 

আরও পড়ুন: 'কী দেখাচ্ছেন?' Urfi Javed লেদার প্যান্টস-ব্রা পরে ফের ট্রোলড

Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same five
  • 5/12

আরও অভিযোগ রয়েছে। যেমন গ্রাহকদের কোন কোন তথ্য গুগল জানতে পারছে, তা গ্রাহক জানায় ওই সংস্থা, এমনই আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুন: ঘরে চাল-ডাল শেষের মুখে, ভাল নেই রাণু মণ্ডল, দুঃখ ভুলতে গাইলেন 'কাঁচা বাদাম'...

Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same six
  • 6/12

এর পাশাপাশি ওই সংস্থা গ্রাহকদের এটাও আশ্বাস দেয় যে তাঁদের কোন কোন তথ্য কাজে লাগানো হচ্ছে।

আরও পড়ুন: কার্শিয়াংয়ের কাছেই রূপসী রোহিণী, ঝুপ করে ঘুরে আসুন

Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same seven
  • 7/12

দাবি করা হয়েছে, যাঁরা গুগল (Google) ব্যবহার করেন, তাঁরা গুগলকে তথ্য সংগ্রহ, স্টোর করা এবং তাঁদের লোকেশন থেকে লাভ নেওয়া থেকে আটকাতে পারেন না।

 

Advertisement
Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same eight
  • 8/12

সেখানে আরও দাবি করা হয়েছে, নিজেদের ব্যবসা আরও বাড়াতে গ্রাহকদের ব্যক্তিগত ডেটা ব্যবহার করে গুগল (Google)। 

 

Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same nine
  • 9/12

এবং তারপর সেই তথ্যের সাহায্যে গ্রাহক বা ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখানোর কাজে লাগানো হয়। 

 

Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same ten
  • 10/12

ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্ল এ রেকিন এক বিবৃতিতে গুগুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। 

 

Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same eleven
  • 11/12

তিনি দাবি করেছেন, নিজেদের অ্যাকাউন্ট এবং ডিভাইস বদলালে গ্রাহক নিজেদের প্রাইভেসি সুরক্ষিত রাখতে পারবেন। এবং নিজেদের ব্যক্তিগত ডেটা সংস্থা জানতে পারবে, তা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এমনই বোঝানো হয়। যা ঠিক নয়। গুগল (Google)-এর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে। তা হল লোকেশন ডেটা শেয়ার করে আর্থিক লাভ পায় তারা।

 

Advertisement
Google Loaction Sharing tech giant never stops that Feature even if you turn off the same twelve
  • 12/12

সব অভিযোগ অস্বীকার করেছে গুগল (Google)। গুগলের পলিসি স্পোকসপার্সন জোস কাস্টানেডা পাল্টা দাবি করেছেন, ভুল দাবি করে মামলা করা হয়েছে। তিনি দাবি করেন, তারা সব সময় প্রাইভেসি ফিচার তৈরি করেন। তিনি আরও দাবি করেন, লোকেশন ডেটা নিয়ন্ত্রণের জন্য কড়া ব্যবস্থা রয়েছে।

Advertisement