scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

আগামিকাল থেকে CoWin অ্যাপে যুক্ত হচ্ছে নতুন security feature!

CoWIN Security Feature: আগামিকাল থেকে CoWin অ্যাপে যুক্ত হচ্ছে নতুন security feature!
  • 1/9

মে মাস থেকে দেশজুড়ে শুরু হয়েছে ১৮ বছর বা তার বেশি বয়সীদের করোনার টিকাকরণ! এমনিতে জানুয়ারি থেকেই দেশে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। টিকা নেওয়ার জন্য CoWin বা Aarogya Setu অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে।

CoWIN Security Feature: আগামিকাল থেকে CoWin অ্যাপে যুক্ত হচ্ছে নতুন security feature!
  • 2/9

এছাড়াও cowin.gov.in ওয়েবসাইটের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যেতে পারে। প্রথম ডোজ নেওয়ার পর টিকার দ্বিতীয় ডোজ কবে দেওয়া হবে, তা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

CoWIN Security Feature: আগামিকাল থেকে CoWin অ্যাপে যুক্ত হচ্ছে নতুন security feature!
  • 3/9

টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে। বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে। টিকা নেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

Advertisement
CoWIN Security Feature: আগামিকাল থেকে CoWin অ্যাপে যুক্ত হচ্ছে নতুন security feature!
  • 4/9

তবে শনিবার থেকে CoWin-এর মাধ্যমে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে আরও একটি বাড়তি সুরক্ষার ধাপ পেরিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। কারণ, আগামিকাল থেকে CoWin-এ চার-অঙ্কের বিশেষ সুরক্ষা কোড চালু হচ্ছে। শুক্রবার এ কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

CoWIN Security Feature: আগামিকাল থেকে CoWin অ্যাপে যুক্ত হচ্ছে নতুন security feature!
  • 5/9

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এ দিন জানিয়েছে, টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ত্রুটি কমাতে আগামিকাল থেকে CoWin অ্যাপে একটি ৪ ডিজিটের সুরক্ষা কোড চালু করা হচ্ছে। ৮ মে থেকেই এই ৪ ডিজিটের সুরক্ষা কোড কার্যকর হচ্ছে।

CoWIN Security Feature: আগামিকাল থেকে CoWin অ্যাপে যুক্ত হচ্ছে নতুন security feature!
  • 6/9

কিন্তু কেন এই ৪ ডিজিটের সুরক্ষা কোডের প্রয়োজন হচ্ছে? কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বহু মানুষ টিকা নেওয়ার জন্য অ্যাপে নাম নথিভুক্ত করালেও নির্দিষ্ট দিনে টিকা কেন্দ্রে যাচ্ছেন না। এ ক্ষেত্রে টিকাকরণ হয়ে গিয়েছে বলেই অ্যাপে দেখানো হচ্ছে। ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এমন একাধিক ঘটনা সামনে এসেছে।

CoWIN Security Feature: আগামিকাল থেকে CoWin অ্যাপে যুক্ত হচ্ছে নতুন security feature!
  • 7/9

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই নতুন ৪ ডিজিটের সুরক্ষা কোড কেবল তাঁদের জন্যই যাঁরা ভ্যাকসিন স্লটের জন্য অনলাইনে বুকিং করেছেন। এখন থেকে এই ৪ ডিজিটের সুরক্ষা কোড টিকাকরণের পর অ্যাকনলেজমেন্ট স্লিপে দেওয়া হবে। টিকা আদৌ নেওয়া হয়েছে কী না, এই ৪ ডিজিটের সুরক্ষা কোড থেকেই তা জানা যাবে।

Advertisement
CoWIN Security Feature: আগামিকাল থেকে CoWin অ্যাপে যুক্ত হচ্ছে নতুন security feature!
  • 8/9

CoWin অ্যাপে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করার সময় এই চার ডিজিটের সুরক্ষা কোড এসএমএস-এর মাধ্যমে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হবে। টিকাকরণের পর CoWin অ্যাপ থেকেই অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখে নেওয়া যাবে।

CoWIN Security Feature: আগামিকাল থেকে CoWin অ্যাপে যুক্ত হচ্ছে নতুন security feature!
  • 9/9

বর্তমানে এই CoWin অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করার পর Covishield আর Covaxin— এই দুটি করোনার টিকাই দেওয়া হচ্ছে। ভবিষ্যতে রুশ করোনার টিকা Sputnik V হয়তো এই CoWin অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করেই পাওয়া যাবে! যদিও বিষয়টি এখনও পর্যন্ত সরকারি ভাবে ঘোষিত হয়নি।

Advertisement