পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় উপহার দিতে চলেছে মোদী সরকার। ডিএ বৃদ্ধির অপেক্ষায় প্রহর গুনছেন কর্মীরা। অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। চলতি বছর মার্চে ৩ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। ডিএ বেড়ে হয়েছিল ৩৪ শতাংশ। বর্তমানে এই হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মচারীরা। তবে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে ৩৪ শতাংশ মহার্ঘ ভাতায় কুলোচ্ছে না বলে দাবি কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শোনা যাচ্ছে, শীঘ্রই ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার।
সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৪ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে কেন্দ্র। তবে এনিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত হারের চেয়ে ধারাবাহিকভাবে অনেকটাই বেশি থাকছে মূল্যবৃদ্ধি। এজন্য সরকার ৪ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির ভাবনাচিন্তা করছে বলে খবর।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (ACIPI) পরিসংখ্যানের ভিত্তিতে কর্মীদের ডিএ স্থির করা হয়। জুন মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার ৭.০১ শতাংশ। সে কারণে ডিএ বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এটাও শোনা যাচ্ছে, নতুন ফর্মুলায় বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন। পে-ম্যাট্রিক্সের ভিত্তিতে কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে কেন্দ্রকে।
কর্মীদের বেতন পর্যালোচনা অ্যাক্রোয়েড ফর্মুলায় হতে পারে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের কথা মাথায় রেখে এই ফর্মুলায় বেতন এবং ডিএ স্থির করা হয়। যদিও এনিয়ে সরকার কোনও তথ্য প্রকাশ করেনি। (অ্যাক্রয়েড ফর্মুলা নিয়ে বিশদে জানতে ক্লিক করুন- এবার অ্যাক্রয়েড ফর্মুলায় বাড়বে সরকারি কর্মীদের বেতন! কীভাবে?)
মূল্যবৃদ্ধির পরিসংখ্যান বিবেচনায় রেখে সরকার ডিএ বাড়িয়ে ৪ শতাংশ করলে উপকৃত হবেন ৫০ লক্ষ কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী। সরকার কর্মচারীদের ডিএ ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করলে মোটা বেতন মিলবে। কোনও কর্মীর মূল বেতন ১৮,০০০ ধরলে ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান ৬,১২০ টাকা। আরও ৪ শতাংশ বাড়ানো হলে সেটাই বেড়ে ৬৮৪০ টাকা হবে।
আরও পড়ুন- 'আমি রতন টাটা বলছি', একটা ফোনেই বদলে গেল নতুন ব্যবসার ভাগ্য!