নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে ১ কোটি সরকারি কর্মী ও পেনশনভোগীদের সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। ফলে ৩৪ শতাংশ ডিএ মিলবে। বলে রাখি, বুধবার ডিএ এবং ডিআর বৃদ্ধির অনুমোদন দেয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। হিসাব বলছে, এক বছরে ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৪ শতাংশ।
১ জানুয়ারি ২০২২ থেকে বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশনভোগীরা। যা বেসিকের উপর ৩১ ছিল। সেটাই বেড়ে হয়েছে ৩৪ শতাংশ। গতছর অক্টোবরে ডিএ ৩ শতাংশ বাড়ানো হয়েছিল। সেটাই বেড়ে হয় ৩১ শতাংশ। এর আগে, জুলাই মাসে সরকার ডিএ এবং ডিআর ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করেছিল সরকার।
কোভিড-১৯ অতিমারির কারণে DA এবং DR-র তিনটি অতিরিক্ত কিস্তি স্থগিত রেখেছিল কেন্দ্রীয় সরকার। ১ জানুয়ারি, ২০২০, ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১ ডিএ বকেয়া ছিল। সুতরাং ১৭ শতাংশ থেকে আদতে ডিএ বেড়ে হচ্ছে ৩৪ শতাংশ। অর্থাৎ জুলাই থেকে মার্চ- বছর ঘোরার আগেই দ্বিগুণ হয়ে গেল ডিএ-র হার।
আরও পড়ুন -এপ্রিলে ৩০ দিনের মধ্যে ১৫ দিনই বন্ধ ব্যাঙ্ক, কবে কবে?
সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার। ডিএ এবং ডিআর দিতে সরকারের খরচ পড়বে ৯৫৪৪.৫০ কোটি টাকা। এর ফলে লাভবান হবেন ৪৭.৬৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভোগী।
আরও পড়ুন- এই স্কিমে সুদ ৭.৬%, মাত্র ২৫০ টাকায় কন্যার নামে খুলুন অ্যাকাউন্ট