scorecardresearch
 

SSY: এই স্কিমে সুদ ৭.৬%, মাত্র ২৫০ টাকায় কন্যার নামে খুলুন অ্যাকাউন্ট

প্রায় ২ বছর ধরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন করেনি সরকার। বর্তমানে ১২ মাসের ফিক্সড ডিপোজিটে ৫.৫ শতাংশ, ৫ বছরের FD-তে ৬.৭ শতাংশ, NSC-তে ৬.৮ শতাংশ, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) ৭.১ শতাংশ।

Advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা।
হাইলাইটস
  • স্বল্প সঞ্চয়ে বাড়েনি সুদ।
  • সুকন্যা সমৃ্দ্ধি যোজনায় বিনিয়োগ করুন।
  • ৭.৬ শতাংশ বার্ষিক সুদ।

নতুন আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের (Small Savings Scheme) সুদের হারে কোনও পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার। সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে আগের ত্রৈমাসিকের মতোই সুদ মিলবে। শিশুকন্যাকে আর্থিকভাবে সাবলম্বী করে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পের সুদের হার ব্যাঙ্কের চেয়ে বেশি। 

সুকন্যা সমৃদ্ধি যোজনা সুদের হার  (Sukanya Samriddhi Yojana Interest Rate) 

প্রায় ২ বছর ধরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন করেনি সরকার। বর্তমানে ১২ মাসের ফিক্সড ডিপোজিটে ৫.৫ শতাংশ, ৫ বছরের FD-তে ৬.৭ শতাংশ, NSC-তে ৬.৮ শতাংশ, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) ৭.১ শতাংশ, সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে ৭.৪ শতাংশ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ফলে যে কোনও সঞ্চয় প্রকল্পের চেয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনায় (SSY) সুদ বেশি। 

ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ (SSY Minimum Investment) 

সুকন্যা সমৃদ্ধি যোজনা বছরে ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ করতে হবে।  একটি আর্থিক বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা দিতে পারেন। অ্যাকাউন্ট খোলার পরে যদি কোনও আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ না করা হয়, তাহলে ৫০ টাকা জরিমানা কাটা যাবে।

সন্তানের বয়সের সীমা  (SSY Age Limit) 

আপনার সন্তানের বয়স যদি ১০ বছরের কম হয়, তাহলে তার নামে সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই প্রকল্পের অধীনে একটি কন্যাশিশুর নামেই অ্যাকাউন্ট খোলা যাবে। সর্বোচ্চ দুই মেয়ের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন একজন অভিভাবক। যমজ বা তিন সন্তানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। 

মেয়াদ (SSY Maturity) 

অ্যাকাউন্ট খোলার দিন থেকে ১৪ বছর পর্যন্ত টাকা জমা করে চলতে হবে। ২১ বছর পর মেয়াদ শেষ হয়। 

Advertisement

আরও পড়ুন- এপ্রিলে ৩০ দিনের মধ্যে ১৫ দিনই বন্ধ ব্যাঙ্ক, কবে কবে?


Advertisement