Dolly Khanna and Butterfly Gandhimathi Appliances: শেয়ার বাজার বিশেষজ্ঞ ডলি খান্না (Dolly Khanna)-র পোর্টফোলিওতে এমন কয়েকটি শেয়ার রয়েছে, যা জবরদস্ত রিটার্ন দেয় বলে পরিচয় পেয়েছে। এরই মাঝে তিনি বাটারফ্লাই গান্ধীমাথী অ্যাপ্লায়ান্সেস-এ নিজের অংশীদারী বাড়িয়েছেন। তিনি ওই সংস্থার ৪৪,১৫৩টি নতুন শেয়ার কিনেছেন।
আরও পড়ুন: ইকো-পার্ক-চিড়িয়াখানা ৩০, জাদুঘর ৫০, বাকি জায়গায় খরচ কেমন?
আরও পড়ুন: বড়দিন থেকে বাড়ছে মেট্রোর সংখ্য়া, ভিড় সামলাতে এই ব্য়বস্থা
এই স্টকে বড়সড় অংশীদারি
ডলি খান্না (Dolly Khanna) বাটারফ্লাই গান্ধীমাথী অ্যাপ্লায়ান্সেস (Butterfly Gandhimathi Appliances)-এ নিজের অংশীদারি বাড়িয়েছেন। আগে ছিল ১.১৯ শতাংশ। এখন তা বেড়ে হয়েছে ১.৪৪ শতাংশ।
আরও পড়ুন: নীল হটপ্যান্ট পরে বুর্জ খলিফায় শ্রীলেখা, ছবি VIRAL
এখানে (Butterfly Gandhimathi Appliances) ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তাঁর (Dolly Khanna) অংশীদারিত্ব ছিল ২,১২,৬৩৯ শেয়ার। মানে ১.১৯ শতাংশ। অক্টোবর-ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ২,৫৬,৭৯২ শেয়ার। মানে ১.৪৪ শতাংশ।
সেটি মাল্টিবাগার প্রমাণিত হয়েছে
ডলি খান্না (Dolly Khanna)-র পোর্টফোলিওর কথা বললে বলতে হয় বাটারফ্লাই গান্ধীমাথী অ্যাপ্লায়ান্সেস (Butterfly Gandhimathi Appliances) ২০২১ সালের মাল্টিবাগারের একটি। এই স্টক (Butterfly Gandhimathi Appliances) গত এক বছরে প্রায় ১৪৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
আরও পড়ুন: রেড ড্রেসে Nora Fatehi যেন লালপরি, সুন্দরীর লুকে ঘায়েল নেটপাড়া
আরও পড়ুন: ফ্যামিলি ট্রিপে না 'অসুস্থ' স্বামীর, এদিকে বাড়িতে বান্ধবীর সঙ্গে, ধরল CCTV
আর গত ৬ মাসে ৭৫ শতাংশ রিটার্ন দিয়েছে। চমক দেওয়ার মতো আরও একটা তথ্য রয়েছে। আর তা হল গত একমাসে সেটি প্রায় ৫০ শতাংশ রিটার্ন দিয়েছে। ডলি খান্না (Dolly Khanna)-র পোর্টফোলিও বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর স্বামী রাজীব খান্নার।
আরও পড়ুন: দুর্গাপুজোকে ইউনেস্কো-স্বীকৃতি, উদযাপনে বুধবার পদযাত্রা কলকাতায়
এই দম্পতি থাকেন চেন্নাইয়ে। তাঁদের বেশির ভাগ লগ্নি মিডক্যাপে হয়। ডলি খান্না (Dolly Khanna) এবং তাঁর স্বামী রাজীব খান্না মিলে শেয়ার বাজার থেকে ভাল উপার্জন করেছেন।