রাজ্যে রেশন ডিলার (Ration Delear Recruitment) নিয়োগ করছে খাদ্য ও সরবরাহ দফতর। রাজ্যের কয়েকটি জেলায় মোট প্রচুর রেশন ডিলার নিয়োগ করা হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) খাদ্য দফতরের তরফে রেশন ডিলার নিয়োগের (Ration Delear Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্যুইট করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
যে জেলাগুলিতে রেশন ডিলার নিয়োগ করা হবে সেই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা, কলকাতা, আসানসোল। এছডা়ও, আরও কয়েকটি জায়গায় রেশন ডিলাাার নিয়োগ করা হবে। রেশন ডিলার হতে গেলে অনলাইন বা অফলাইনে আবেদন জমা দেওয়া যাবে।
আরও পড়ুন: Ration Card Benefits In West Bengal: রেশনে মিলবে চিনি-ছোলা-ময়দা, এপ্রিলে কোন কার্ডে কত চাল-গম?
সাধারণ যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই যে এলাকায় ডিলার নিয়োগ করা হবে সেই এলাকার বাসিন্দা হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই এই রেশন ডিলার হওয়ার জন্য আবেদন করা যায়।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
আবেদনের নিয়ম: যাঁরা রেশন ডিলার হওয়ার জন্য আবেদন করতে চান, তাঁদের প্রথমে ফর্ম-সি পূরণ করতে হবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
আবেদন ফি: ১০০০ টাকা জমা দিতে হবে আবেদন ফি। এই আবেদন পত্র ও ফি জমা দেওয়ার স্লিপ সহ সমস্ত নথি সাব ডিভিশনাল কন্ট্রোলারের অফিসে জমা দিতে হবে। অথবা খাদ্য দফতরের সরকারি ওয়েবসাইট https://food.wb.gov.in/-এ গিয়ে আবেদনপত্র জমা করতে হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২১ দিন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।