ALERT! ১২০ নয়, ৩০ দিনের মধ্যে করাতে হবে ITR ভেরিফিকেশন; না হলেই বিপদ

CBDT জানাচ্ছে ITR ভেরিফিকেশনের জন্য এবার আর ১২০ দিন নয়, মিলবে মাত্র ৩০ দিন। একটি বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে CBDT। আইটিআর ফাইল করার পর তার ভেরিফিকেশন করা জরুরি। তা না হলে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয় না।

Advertisement
ALERT! ১২০ নয়, ৩০ দিনের মধ্যে করাতে হবে ITR ভেরিফিকেশন; না হলেই বিপদপ্রতীকী ছবি
হাইলাইটস
  • আইটিআর ভেরিফিকেশনে নয়া নিয়ম
  • কমলো ভেরিফিকেশনের সময়সীমা
  • ভেরিফিকেশন করাতে হলে ৩০ দিনের মধ্যে

আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ পেরিয়ে গিয়েছে। ইনকাম ট্যাক্স ইন্ডিয়া জানাচ্ছে, ৩১ জুলাই রাত ১১টা পর্যন্ত ৫.৭৮ কোটি মানুষ নিজেদের আইটিআর (ITR) দাখিল করেছেন। তবে আইটিআর ফাইল করলেই কাজ শেষ নয়। করদাতাদের আইটিআর ভেরিফিকেশনও করাতে হয়। আর এখানেই এবার এল পরিবর্তন। আইটিআর ভেরিফিকেশনের সময়সীমা কম করার সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেজ (CBDT)। 

৩০ দিনের মধ্যে এই কাজ 
CBDT জানাচ্ছে ITR ভেরিফিকেশনের জন্য এবার আর ১২০ দিন নয়, মিলবে মাত্র ৩০ দিন। একটি বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে CBDT। আইটিআর ফাইল করার পর তার ভেরিফিকেশন করা জরুরি। তা না হলে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয় না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ দিনের মধ্যে এই ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। এই সময়সীমা পেরিয়া যাওয়ার পর কেউ আইটিআর ফাইল করলে তা আর গৃহিত হবে না। ফলে ওই করদাতার নাম যাঁরা আইটিআর ফাইল করেননি তাঁদের তালিকায় চলে যাবে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি আইটিআর ডেটা ইলেক্ট্রনিক পদ্ধতিতে ট্রান্সফার করার ৩০দিনের মধ্যে আইটিআর ভেরিফিকেশন সাবমিট করা হয়, তাহলে ডেটা ট্রান্সফারের তারিখটিকেই রিটার্ন দাখিলের তারিখ হিসেবে ধরা হবে। গত ২৯ জুলাই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছ। সেক্ষেত্রে যাঁরা ২৯ জুলইয়ের আগে রিটার্ন ফাইল করেছেন তাঁদের জন্য ১২০ দিনের নিয়মই বহাল থাকছে। আর যাঁরা ২৯ জুলাইের পর আইটিআর দাখিল করেছেন তাঁদের ক্ষেত্রে এই নয়া নিয়ম লাগু হবে। 

CBDT-র এই নিয়ম যাঁরা ই-ভেরিফিকেশন করান তাঁদের জন্য। যদি কেউ সময়ে আইটিআর ভেরিফিকেশন না করান, তাহলে ধরে নেওয়া হয় তিনি ITR দাখিলই করেননি। যার জেরে করদাতাদের ফের ডেটা সাবমিট করতে হবে এবং ৩০ দিনের মধ্যে তা ভেরিফিকেশন করাতে হবে। আর ৩১ জুলাইের পর ITR ফাইল করলে জরিমানাও দিতে হবে। 

আরও পড়ুনকোন বারে কী রঙের পোশাক পরলে পাবেন সুফল, জানুন

Advertisement

POST A COMMENT
Advertisement