Advertisement

Sealdah Divison Train Cancel news: শিয়ালদা ডিভিশনের এই লাইনে সব ট্রেন চলাচল বন্ধ, কবে থেকে? দেখুন

২৩ থেকে ২৬ জানুয়ারি শিয়ালদহ-ডানকুনি শাখায় ৪ দিন ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। প্রায় ১০০ ঘণ্টার মেগা ব্লক থাকবে। ফলে যাত্রীদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা। এই লাইনের এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সোমবার শিয়ালদহের ডিআরএম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো বালি ব্রিজের মেরামতির প্রয়োজন। যেকারণে সেতুর উপর সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। সেই কারণে টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধু লোকাল ট্রেন নয়, বেশ কয়েকটি এক্সপ্রেসও বাতিল থাকবে ওই চার দিন।

Advertisement
POST A COMMENT