scorecardresearch
 

বিনুনি চুলে বাস টেনে হিট ভারতীয় যুবতী, Video Viral

বিনুনি করা চুল। আর তা দিয়ে ডবল ডেকার বাস টানছেন যুবতী। আর সেই দৃশ্য দেখে রীতিমতো অবাক সবাই। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। সবথেকে বড় কথা হল, সেই যুবতী একজন ভারতীয়। পঞ্জাবি ওই যুবতীর নাম আশা রানি।

Advertisement
বাস টানছেন আশা রানি বাস টানছেন আশা রানি
হাইলাইটস
  • বিনুনি করা চুল
  • আর তা দিয়ে ডবল ডেকার বাস টানছেন যুবতী
  • সেই ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল

বিনুনি করা চুল। আর তা দিয়ে ডবল ডেকার বাস টানছেন যুবতী। আর সেই দৃশ্য দেখে রীতিমতো অবাক সবাই। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। সবথেকে বড় কথা হল, সেই যুবতী একজন ভারতীয়। পঞ্জাবি ওই যুবতীপ নাম আশা রানি। 

যদিও ভিডিওটি বেশ কয়েকবছরের পুরোনো। তবে সম্প্রতি সোশাল মিডিয়ায় এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে পঞ্জাবের আশা রানিকে তাঁর চুল দিয়ে প্রায় ১২০০০ কেজি ওজনের একটি ডাবল ডেকার বাস টানতে দেখা যাচ্ছে। এই কীর্তির জন্য তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও জিতেছেন।

আরও পড়ুন : করোনাকালে বাড়ি বাড়ি খাবার পাঠাবে রাজ্য, আপনি পাবেন?

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে আশা রানির ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আশা অবিশ্বাস্যভাবে তাঁর চুল দিয়ে ডাবল ডেকার বাসটি টেনে নিয়ে যাচ্ছেন।

জানা যায়, আশা রানি যে বাসটিকে তাঁর চুল দিয়ে টেনে নিয়ে যাচ্ছিলেন সেই বাসের ওজন ছিল ১২ হাজার ২১৬ কেজি। এত ওজনের গাড়ি এখন পর্যন্ত কোনও মহিলা নাকি নিজের চুলের সাহায্যে টানেননি। এই ভিডিওটি লক্ষাধিক বার দেখা হয়েছে এবং হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন। 

আরও পড়ুন : কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL

Advertisement

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শেয়ার করা ব্লগ অনুসারে, আশা রানি ২০১৬ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। যার ভিডিও এখন ক্রমশ ভাইরাল হচ্ছে। ইতালিতে 'লো শো দেই রেকর্ড'-এর সেটে ডাবল ডেকার বাস টানার জন্য 'আয়রন কুইন' উপাধিতে ভূষিতও করা হয়েছিল তাঁকে। 

Advertisement